ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে শুক্রবার হিন্দুদের দোকানপাট, মন্দির, বাসাবাড়ি হামলা-ভাঙচুর অগ্নিসংযোগ ও পুলিশের উপর হামলার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দুইটি মামলা দায়ের করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। আজ সোমবার এ মামলা দুইটি দায়ের করা হয়েছে । এই দুই মালায় চার জনকে আটক করেছে পুলিশ। এ নিয়ে পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে তিনটি মামলা এবং হত্যাকান্ডের ঘটনায় ইসকন মন্দিরের অধ্যক্ষ রতেœশ্বর দেবনাথ ওরফে রসপ্রিয় এর দায়েরকৃত মামলাসহ চারটি মামলা দায়ের হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আজ রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালীর পুলিশ সুপার মো., শহীদুল ইসলাম বলেন, পুলিশের উপর হামলার ঘটনায় আজ বিশেষ ক্ষমতা আইনের বেগমগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বাদী হয়ে ৩০ জনকে এজহারভুক্ত ও ৮০০ থেকে ৯০০ অজ্ঞাত ব্যাক্তিকে আসামি এবং থানার এসআই জাহিদুল ইসলাম বাদী হয়ে ৩২জনকে এজহারভুক্ত ও ৭০০ থেকে ৮০০ অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করে দুইটি মামলা দায়ের করেন। দুই মামলায় এজারভুক্ত দুইজন করে চার জনকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, জেলার বিভিন্ন স্থানে দূর্গাপূজায় সহিংসতার ঘটনায় গতকাল পর্যন্ত ২০টি মামলা দায়ের হয়েছে। তার মধ্যে বেগমগঞ্জে ৮ টি , হাতিয়া ৮ টি, সোনাইমুড়ি ১টি, কবিরহাট ১ টি, চাটখিল ১টি ও সেনবাগ থানায় ১ টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় ৯৪ জনকে গ্রেফতার করা হয়েছে।