চৌমুহনীতে মন্দির ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শনে ঢাবি শিক্ষক সমিতি

ছবি – আলা উদ্দিন শিপলু

নিজস্ব প্রতিনিধিঃ চৌমুহনী বাজারে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন দোকানপাট, একাধিক মন্দিরে হামলা-ভাঙচুরেও ঘটনাস্থল  পরিদর্শন   এবং  সাংবাদিকদের সাথে  এক মতবিনিময় সভা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা।

আজ সোমবার বিকেলে  ঢাবির শিক্ষক সমিতির ২২ সদস্যদের একটি প্রতিনিধিদল  মন্দিরে হামলা ও ভাঙচুরের  ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে  তারা সাংবাদিকদের সাথে এক মতবিনিম সভা করেন।

মতবিনিময়  সভায়  তারা এই ধরনের ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলে উল্লেখ করেন  এবং  দ্রুত  ক্ষতিগ্রস্ত  স্থানগুলো সংস্করণ করার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরো দৃঢ় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মোঃ রহমত উল্যাহ, সাধারণ সম্পাদক নিজামুল হক ভূঁইয়া, টেলিভিশন ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ডাক্তার এ কে এম গোলাম রাব্বানী,ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক সৌরভ সিকদার,ঢাবি শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডক্টর চন্দ্রনাথ, শামসুন্নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ডঃ জামাল প্রমুখ।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০