চৌমুহনীতে যানজট নিরসনে ফুটপাত উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিনিধি: নোয়াখালীর প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের দীর্ঘদিনের অসহনীয় যানজট নিরসনের অংশ হিসেবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি জামে হইতে সিঙ্গার রোড পর্যন্ত ফুটপাতে দখল ও হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা সহকারি কমিশনার ভূমি সৈয়দ মুরাদ ইসলাম। অভিযানে চৌমুহনী পৌরসভা, চৌমুহনী পুলিশ ফাড়ি, রাজনৈতিক দলের নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা সহযোগিতা করেন।
এ সময় সড়কের পাশে থাকা বিভিন্ন যানবাহন, অস্থায়ী দোকান, ট্রলি দোকান, ফুটপাতে থাকা দোকানের মালামাল তুলে নেওয়া হয়। এ ছাড়া আগামী দিন গুলোতে ফুটপাত দখল সহ হকার না বসার অনুরোধ সহ বিভিন্ন গাড়ির স্ট্যান্ড যাতে রাস্তার উপর না থাকে তা আহবান জানানো হয়েছে। সবসময় সাধারণ মানুষের চলাচল ও যান চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা সহকারি(ভুমি) কমিশনার সৈয়দ মুরাদ ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম আমিন ও বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১