চৌমুহনীতে শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধি আশ্রম

Shuborno Provaat - সুবর্ণ প্রভাত
চৌমুহনীতে শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধি আশ্রম

হরলাল ভৌমিক, বেগমগঞ্জ : নদীমাতৃক বাংলাদেশের পদ্মার তীরের জেলা শরীয়তপুর। এ জেলার ছোট একটি গ্রাম ডিঙ্গামানিক। সাম্প্রদায়িক সম্প্রীতির এক তীর্থক্ষেত্র এ গ্রামের দরিদ্র ব্রাহ্মণ পরিবারে বাংলা ১২৬৬ সালে মাঘী শুক্লা দশমী তিথিতে শ্রী রাধা মাধব বিদ্যালস্কর ও শ্রীমতী কমলা সুন্দরীর কোলজুড়ে জন্মগ্রহণ করেন বালক রামচন্দ্র দেব। রাধামাধব ও কমলা দেবীর চার পুত্রের মধ্যে রামচন্দ্র ছিলেন দ্বিতীয়। ছোটবেলায় তার নাম ছিল শ্রী কৈবল্যনাথ। বাড়ির পাশের বিদ্যালয়ে ভর্তি করিয়ে দিলেও পড়ালেখায় মন বসতো না। পড়ার সাথীদেরকে নিয়ে বাল্যকাল থেকেই ধর্মীয় আলোচনা করতেন। মাত্র ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে ১২ বছর বয়সেই গৃহত্যাগ করেন। বিভিন্ন স্থান পরিক্রমন করে আসামের কামরূপ কামাক্ষ্যার মন্দিরে এসে ধ্যানমগ্ন অবস্থায় দৈববাণীতে মন্দিরের বাইরে যেতে ডাক শুনেন। মন্দিরের বাইরে এসে দেখতে পান, সাদা বস্ত্র পরিধেয় এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। রামচন্দ্র কাছে যেতেই তাকে বুকে টেনে নেয়। পরে এই গুরুর সাথে দুর্গম পথ পাড়ি দিয়ে হিমালয়ে যোগেশ্বর মন্দিরে বেশ কয়েক বছর ধ্যানমগ্ন ছিলেন। সেখান থেকে পশ্চিমবঙ্গ হয়ে নিজ বাড়িতে এসে দেখতে পান বাবা ও মা দুজনেই স্বর্গবাসী হয়েছেন।
পরে তিনি চাকরির উদ্দেশ্যে চলে আসেন নোয়াখালীতে। এখানে এসে এক ইঞ্জিনিয়ারের বাসায় পাচকের কাজ নেন। চাকরি করাকালে কাজের ফাঁকে তিনি ধ্যানে নিমঘ্ন থাকতেন এবং ধ্যান করতে করতে শূন্যে অবস্থান করতেন। বেশ কিছুদিন যাবার পর ইঞ্জিনিয়ারের নজরে পড়ে ঠাকুরের অলৌকিক ঘটনা। ঠাকুরের স্বরূপ প্রকাশ হলে তিনি এ স্থান থেকে সীতাকুণ্ড চলে যান। তারপর ফেনী। যেখানেই যান কিছুদিন পর ঠাকুরের স্বরূপ প্রকাশ হলে তিনি সেখান থেকে চলে আসতেন। পরে চলে যান পশ্চিমবঙ্গের যাদবপুরে। এখানেও অগণিত ভক্তের আগমন ঘটায় তিনি চলে আসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চৌমুহনীতে। এখানে এসে শহরের দক্ষিণ বাজারে ইংরেজ সাহেবদের কুঠিরের বারান্দায় ধ্যানমগ্ন অবস্থায় কিছুদিন কাটিয়ে জন্মভূমি ডিঙ্গামানিকে ফিরে গিয়ে সত্যনারায়ণের মন্দির স্থাপন করেন। তথায় কিছুদিন অবস্থান করে আবার চলে আসেন চৌমুহনীতে। কিছুদিন পর অসুস্থ হয়ে পড়েন এবং অগণিত ভক্তের মাঝে বাংলা ১৩৪৯ সালের বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে দেহত্যাগ করেন। মৃত্যুর পূর্বে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলে যান, ইহলোক ত্যাগ করার পর দেহ যেন মাটিতে সমাধিস্থ করে। ঠাকুরের নির্দেশ মতো চৌমুহনীর দক্ষিণ বাজারে দেহ সমাধিস্থ করা হয়। প্রতিবছর বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া তিথিতে তিন দিনব্যাপী ঠাকুরের তিরোধান উৎসব হয়। বাংলদেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, নেপালসহ বিভিন্ন দেশ থেকে অগণিত ভক্তরা তিরোধান উৎসবে যোগদান করেন। ঠাকুর মানব ধর্মের বাণী প্রচার করতেন। বাংলাদেশ, ভারত, নেপালে ঠাকুরের ৮৪টি মন্দির রয়েছে। সব মন্দিরে ঠাকুরের আর্ভিভাব বা তিরোধান দিবসে উৎসব অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে হাজারো ভক্তদের ঢল নামে।
লেখক : সাংবাদিক

শেয়ার করুনঃ

300 thoughts on “চৌমুহনীতে শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমাধি আশ্রম”

  1. Kidney Problems In Cat: Test Your Know-How With Our Quiz 8 Common Myths about Surgery and Dogs Ten Common Causes of Kidney Disease in Cats The 3 Most Common Cancers in Cats A Pet’s Life Blog These Best Friends Are a Great Way to End Your Friday!
    Significantly reduced prices mean you can lyrica overdose remain in the body?
    Diabetic neuropathyFind out more about peripheral neuropathy symptoms, risk factors and prevention.

  2. Using a cold “treatment” based on an idea that has not had adequate testing has the following disadvantages: The supposed “treatment” may not work because the idea on which it is based is wrong.
    prices can be found when you use online pharmacies to valtrex ointment at low prices, you’ll need to compare offers
    The correct answer isSixty-five percent of patients with atopic dermatitis develop symptoms in the first year of life, and 85 percent develop symptoms before the age of 5.

  3. During a laparoscopy, the surgeon inserts a thin tube with a camera into small incisions in the belly to see the organs inside the abdomen.
    Take the time to shop around when you want to doxycycline hyclate 100mg side effects at exceptionally low prices if you order from online pharmacies
    Anxiety attacks symptoms and heart attack symptoms can seem similar because their signs and symptoms can be similar.

  4. The following foot-related risk conditions are associated with an increased risk of amputation: Targeted patient education and appropriate footwear can reduce the risk of ulceration.
    Online pharmacy serves you at lortab pharmacy price pills to your home when buying through this site
    Virtual endoscopy Virtual endoscopy including virtual colonoscopy and virtual bronchoscopy allows doctors to explore internal structures in non-invasive ways using advanced imaging technology and computer algorithms.

  5. A filter is placed into your vein to help prevent blood clot fragments from traveling through the veins to the heart or lungs.
    When you are looking to generic viagra xlpharmacy remains in my system too long, should I be worried?
    However, pregnant women are more likely to have a urinary tract infection spread to their kidneys, which can cause kidney damage, high blood pressure and increased risk of premature delivery.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮