চৌমুহনীতে হামলার  ঘটনাস্থল পরিদর্শনে কেন্দ্রিয় আওয়ামী লীগের প্রতিনিধি দল

ছবি- আলা উদ্দিন শিপলু

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র চৌমুহনীতে  শুক্রবার মুসল্লদিদের হামলায ক্ষতিগ্রস্ত হিন্দুদের  দোকানপাট, মন্দির, বাসাবাড়ি,-ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনাস্থলগুলো পরিদর্শনে আসেন কেন্দ্রিয় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগের দায়িত্ব  প্রাপ্ত) জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির নেতৃত্বে দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খানসহ  আওয়ামী লীগর প্রতিনিধি দল  চৌমুহনীতে হামলার ঘটনাস্থলগুলো পরিদর্শনে আসেন।

হামলার ঘটনাস্থগুলো পরিদর্শন শেষে দলের নেতা  সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি সাংবাদিকদের বলেন,  এ হামলার ঘটনা  কোন বিচ্ছিন্ন ঘটনা নয়,  এটি সুপরিকল্পিত । তিনি অ বলেন, লন্ডনে বসে থাকা কথিত প্রধানমন্ত্রীর বিগড়ে যাওয়া সন্তানের পরিকল্পনায়  বাংলাদেশ ধর্মব্যবসায়ী রাজনৈতিক চক্র বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।  তাদের এ ষড়যন্ত্র  আওয়ামী লীগ সরকার প্রতিহত করবে।  যারা এ হামলায়  জড়িত  তাদের প্রত্যেকে  আইনের আওতায়  এনে দৃটান্তমুলক শাস্তি দেয়া হবে।

এসময় বেগমগঞ্জের এমপি মামুনুর রশিদ কিরন, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি আনোয়ার হোসেন,  নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ালীগের আহ্বায়ক অধ্যক্ষ খায়রুল আনম সেলিম,যুগ্ম আহ্বায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহিন ও যুগ্ম আহ্বায়ক সহিদ উল্যাহ খান সোহেলসহ পুজা ও মন্দির কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১