নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌর এলাকার গনিপুর থেকে ৮০ বোতল বিদেশি মদসহ মো. নুর মোহাম্মদ (৫১) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।আজ মঙ্গলবার সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুর মোহাম্মদ জেলার সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, মাদক বিক্রেতা নুর মোহাম্মদ কুমিল্লা জেলার সীমান্ত এলাকা হতে বিপুল পরিমাণ মাদক সংগ্রহ করে নোয়াখালী নিয়ে এসে খুচরা মাদক বিক্রেতাদের সরবরাহ করে।গোপন সংবাদের সূত্রধরে চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদকে আটক করা হয়েছে। এসময় তার ক কাছ থেকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার নামে আগেও মাদক মামলা রয়েছে। আজ দুপুরে তাকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
চৌমুহনীতে ৮০ বোতল বিদেশি মদসহ মাদক বিক্রেতা গ্রেফতার
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ২৯, ২০২৪
- ৩:১৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত