জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় নেতৃত্ব দিতে রোভার স্কাউটদের নোবিপ্রবি উপাচার্যের আহ্বান

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃনোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব শুধু পরিবেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। বন্যা, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, সাইক্লোন, পানিসম্পদ, কৃষি, খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তাসহ এর আর্থসামাজিক নানা প্রভাব রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে। অনেকেই অভ্যন্তরীণ অভিবাসনে বাধ্য হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের অভিযোজন ও প্রশমন উভয় দিক থেকেই কাজ করতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র-২ হার্ডপয়েন্টে আয়োজিত ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্পে (কমডেকা) সেবা-১২ ইয়ুথ পার্লামেন্টের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্কাউটস এ অনুষ্ঠানের আয়োজন করে। ইয়ুথ পার্লামেন্টের বিতর্কের বিষয় ছিল “এই সংসদ বৈশ্বিক জলবায়ুজনিত ঝুঁকি মোকাবেলায় প্রশমন অপেক্ষা অভিযোজনকে বেশি গুরুত্ব দেবে”।
অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য আরও বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনসহ দেশের সকল চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব। নদ-নদী ও খাল-বিল দখলমুক্তকরণ ও পরিবেশের দূষণ রোধে তরুণদের একত্রিতভাবে কাজ করতে হবে। আমি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় নেতৃত্ব দিতে রোভার স্কাউটসহ তরুণ স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাই।
বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য ও ডেপুটি কমডেকা চিফ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মুমিত আল রশীদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রোগ্রাম ডিরেক্টর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ মোঃ সিয়াম।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১