নিজস্ব প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালন করেছে নোয়াখালী জেলা প্রশাসন । গতকাল রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে স্থাপিত মুজিব চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান এছাড়াও পুলিশ প্রশাসন,জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা-উপজেলা আওয়ামী লীগ, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
মুজিব চত্বরে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সঙ্গে ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইসরাত সাদমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারিক-উল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নাজিমুল হায়দার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমাসহ জেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতাকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের এমপি একরামুল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম ও জেলা পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শফিউল আলমসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, জেলা আওয়ামী লীগ ও উপজেল আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম জিএস, মিয়া মো. শাহজাহান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে।