নিজস্ব প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে নোয়াখালী পুলিশ প্রশাসন ।
গতকাল রবিবার সকার ১০টায় পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম এর নেতৃত্বে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে গার্ড অব অনার প্রদান করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সিআইডির পুলিশ সুপার মো. বশির উদ্দিন, জেলা পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী ও ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আনিসুর রহমান।একই সময়ে জেলা পুনাকের সভানেত্রী মিসেস সীমা পারভিন নিশিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এর পর জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম বক্ত্য রাখেন। বাদ যোহর নোয়াখালী জেলা পুলিশ লাইন্স মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে নোয়াখালী জেলার পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস টেনিং সেন্টার, নোয়াখালীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।