নিজস্ব প্রতিনিধি : স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় এবং ভাবগম্ভীর পরিবেশে পালনে নোয়াখালী জেলা প্রশাসনের কর্মসূচির মধ্যে রয়েছে-
১৫ আগস্ট সকল সরকারি,আধা-সরকারি, স্বায়ত্বশাসিত ও বে-সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ১০টায় ‘মুজিব চত্বর’ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত, সকাল ১০টা ১৫ মিনিটে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে তথ্য অধিদপ্তর কর্তৃক তথ্যচিত্র প্রদর্শনী, সকাল ১০টা ২০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, সকাল ১০টা ৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ১২টা ১৫ মিনিটে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বেকার যুব ও যুব প্রতিষ্ঠানের মধ্যে ঋণের চেক বিতরণ। বাদ যোহর স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক জেলা জামে মসজিদ ও কোর্ট মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল। এছাড়া জেলার সকল মসজিদে বাদ জোহর বিশেষ মোনাজাত এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা করা হবে।
সপ্তাহব্যাপী ১৫ই আগস্টের তাৎপর্যমন্ডিত ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু, অসমাপ্ত মহাকাব্য, সোনালী দিনগুলো’সহ তথ্য মন্ত্রণালয় হতে প্রাপ্ত বঙ্গবন্ধুর উপর নির্মিত অন্যান্য প্রামাণ্যচিত্র জেলার গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শন । ১৫ আগস্ট দিনব্যাপী বঙ্গবন্ধুর জীবনী ও জাতীয় শোক দিবসের তাৎপর্য বর্ণনা করে সকল স্থানীয় পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ এবং ক্যাবল অপারেটরগণ কর্তৃক এ বিষয়ে বিশেষ অনুষ্ঠানাদি প্রচার করার ব্যবস্থা গ্রহণ।
দুপুর ২টায় জাতীয় শোক দিবস উপলক্ষে হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারসমূহে বিশেষ খাবার পরিবেশন এবং সরকারি শিশু পরিবারসমূহে পবিত্র কোরআন তেলাওয়াত, ফাতেহা পাঠ ও মোনাজাত করা হবে।
দিনব্যাপী উপজেলা পর্যায়ে (সদর উপজেলা ব্যতীত) জেলা পর্যায়ের কর্মসূচির আলোকে কর্মসূচি প্রণয়ন করে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালনের ব্যবস্থা গ্রহণ। (সদর উপজেলা, জেলা প্রশাসনের কর্মসূচির সাথে একত্রে কর্মসূচি পালন করবে)।
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীতে নোয়াখালী জেলা প্রশাসনের কর্মসূচি
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ১৪, ২০২১
- ১:৩৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত