জাপা নেতা সাইফুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার নিন্দায় নোয়াখালী জেলা জাতীয় পার্টি

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম ওরফে স্বপনকে (৫৯) ধরে নিয়ে হাত-পা বেঁধে বর্বরোচিত নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নোয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সালাহউদ্দিন আহমেদ ও সাধারন সম্পাদক জনাব বোরহান উদ্দিন আহমেদ মিঠু। তারা দাবী জানিয়ে বলেছেন, এমন নেক্কারজনক ঘটনা অপরাজনীতি ও রাজনৈতিক শিষ্টাচার বর্হিভূত । এ বর্বরোচিত হামলার সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির প্রদান করা হোক।

আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে জেলা জাতীয় পাটির দপ্তর সম্পাদক আলী হোেসন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে। প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গত বুধবার(৮সেপ্টেন্বর) বিকাল ৫টার দিকে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কিছু নেতার নির্দেশে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম স্বপনকে কিছু সংখ্যক দুস্কৃতকারীর বসুরহাট পৌরসভা ভবনের ভিতরে নিয়ে নির্মম ভাবে শারীরিক নির্যাতন করে মারাত্মক ভাবে আহত করে। গুরত্বর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সে খানে চিকিৎসাধীন আছেন।

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১