জামায়াত -ছাত্রশিবির নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এমপি একরাম চৌধুরীর বিশাল সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃদেশব্যাপি বিএনপি -জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং জামায়াত-ছাত্র শিবির নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে নোয়াখালী-৪(সদর-সুবর্ণচর) আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে সড়কে এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
প্রবীন জেলা আওয়ামী লীগ নেতা ছায়দুল ছাদুর সভাপতিত্বে ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের স্ঞ্চালনায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি একরাম চৌধুরী ।
এমপি আবারও দলীয় নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশ রক্ষার স্বার্থে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যের ডাক বলেছেন, ঢাকাসহ দেশব্যাপি বিএনপি- জামায়াত যে নৈরাজ্যে সৃষ্টি করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেছে । আমরা এ অবস্থায় আর বসে থাকতে পারিনা। তাদের এই সন্ত্রাস নৈরাজ্যে উচিত জবাব দেওয়া হবে।
সমাবেশে অন্যদের বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইব্রাহিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান, কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান, সুবর্ণচর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাহার ইশরাক শাবাব চৌধুরী, জেলা আদালতের পিপি গুলজার আহম্মেদ জুয়েল, এডভোকেট আলতাফ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক ইমন ভট্র,যুগ্ম আহবায়ক একরামুল হক বিপ্লব প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম মন্টু, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন রুমি, ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন বাবলু সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১