লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকুর উপর হামলা ও গাড়ি ভাঙচুর ঘটনায় দায়েরকৃত মামলায় ৩৩ আসামিকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট চন্দ্রগঞ্জ ও কমলনগর আমলী আদালতের বিচারক জুয়েল দেব এ আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত জামিন নামঞ্জর করে জেলহাজতে পাঠায়। তবে এ মামলার প্রধান দুই আসামী আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন এবং কমলনগর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন বাপ্পী পলাতক রয়েছেন।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত ২১ জুন (সোমবার) দুপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে জেলা আওয়ামী লীগ সভাপতি মিয়া মো. গোলাম ফারুক পিংকু সাংগঠনিক কাজে রামগতি উপজেলার আলেকজান্ডারের দিকে গাড়িবহরযোগে যাচ্ছিলেন। পথে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে পৌঁছলে তোরাবগঞ্জ ইউনিয়েনর সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন ও কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পীর নেতৃত্বে আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় পিংকু গাড়ি থেকে নামতেই হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করা হয়। হামলায় পিংকুসহ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আহত হন। এসময় পিংকুর ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি সাধন করা হয়। এ ঘটনার দু’দিন পর ২৩ জুন (বুধবার) তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষেদর সাবেক চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পিসহ ৫৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলা আওয়ামী লীগের সভাপতির গাড়ি চালক মো. নিজাম উদ্দিন। ওই দিনই তোরাবগঞ্জ ইউনিয়েনর সদস্য ইসমাইল হোসেন, মো. শরিফ, আবদুল মতিন ও মো. সবুজ নামে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর মামলার অপর ৩২ আসামি গতকাল আদালতে আত্মসমর্পণ করে। একই সময় পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আমিন উল্যাহ নামে এক আসামিকে আদালতে হাজির করে। আদালত এ মামলায় উপস্থিত ৩৩ আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠায়।
আত্মসমর্পণকারী আসামীরা হলো- রাকিবুল হাসান বিপ্লব, গিয়াস উদ্দিন রুবেল আবদুল কাদের, আবদুল লতিফ মন্টু, শাহাদাত হোসেন, আলাউদ্দিন, নিজাম উদ্দিন কসাই, নুরুল আমিন, আবুল কালাম, আবদুল মালেক, খোকন, আবদুল আলিম, জসিম, সবুজ, বাবুল, মো. শাহজাহান, মো. মাকছুদ, মো. শাহজাহান, মো. রুবেল, আবদুল বাতেন ভূঁইয়া, আবু জাফর ভূঁইয়া, সাইফুল ইসলাম, মো, হারুন, মোসলে উদ্দিন, রুবেল, মো. আজগর, মিরাজ হোসেন, আবদুল মতিন, নুরুল আমিন, কামাল উদ্দিন, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন ও পুলিশের হাতে গ্রেফতার হওয়া আসামী আমিন উল্যাহ। তারা সবাই কমলনগর ও সদর উপজেলার বাসিন্দা বলে জানা যায়।
বাদী পক্ষের আইনজীবী এ্ডভোকেট রাসেল মাহমুদ মান্না বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো মামলার প্রধান দুই আসামি পলাতক রয়েছে।
এদিকে আসামিপক্ষের আইনজীবী এ্ডভোকেট শামছুল আলম অসন্তোষ প্রকাশ করে বলেন, মামলায় আত্মসমর্পণকারীরা ঘটনার সাথে জড়িত নয়। তাদের জামিনের জন্য উচ্চ আদালতে আবেদন করা হবে।
জেলা আওয়ামী লীগ সভাপতিকে হত্যাচেষ্টা মামলার ৩৩ আসামির জামিন নামঞ্জুর
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৯, ২০২১
- ১:৫৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সভাপতি গ্রেফতার
•
নভেম্বর ২৯, ২০২৩
আয়কর বিবরণী জমার সময় বাড়লো দুই মাস
•
নভেম্বর ২৯, ২০২৩
ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল
•
নভেম্বর ২৯, ২০২৩
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
