টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সুবর্ণ স্পোর্টস কর্ণার ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-টুয়েন্টিতে টস জিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।
একাদশে কোন পরিবর্তন ছাড়াই চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশ। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যে পাঁচ ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। সেই সাথে ৩-০ ব্যবধানে এগিয়েও আছে বাংলাদেশ।
প্রথম ম্যাচ ২৩ রানে, দ্বিতীয়টিতে ৫ উইকেটে ও তৃতীয়টি ১০ রানে জিতে বাংলাদেশ। এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার মিশনে বাংলাদেশ। সিরিজের শেষ দুই ম্যাচ জিতলেই অসিদের হোয়াইটওয়াশ করার নজির গড়বে মাহমুদুল্লাহর দল।
সিরিজ হার নিশ্চিতের পর চতুর্থ ম্যাচের একাদশে দু’টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। তৃতীয় ম্যাচে বল হাতে হ্যাট্টিক করা মিডিয়াম পেসার নাথান এলিস ও স্পিনার এডাম জাম্পার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন এন্ড্রু টাই ও মিচেল সুইপসন।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শামীম হোসেন, মাহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
অস্ট্রেলিয়া একাদশ : ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটরক্ষক), অ্যালেক্স ক্যারি, মিচেল মার্শ, মইসেস হেনরিক্স, অ্যাশটন টার্নার, অ্যাস্টন আগার, বেন ম্যাকডরমেট, ড্যান ক্রিস্টিয়ান, জশ হ্যাজলউড, এন্ড্রু টাই ও মিচেল সুইপসন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০
    ৩১