টালিউড অভিনেত্রী শ্রীলেখার দৃষ্টিতে আলমগীর-রুনা লায়লা দম্পত্তি

সুবর্ণ বিনোদন কর্ণার ডেস্ক : টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। জন্মসূত্রে তিনি কলকাতার মানুষ। তার পৈতৃক ভিটা বাংলাদেশের মাদারীপুরে। দেশভাগের সময় শ্রীলেখার পূর্বসুরিরা ভারতে চলে যান। তবে বাবার কাছে বাংলাদেশের অনেক গল্প শুনে বড় হয়েছেন তিনি। তাই আশা ছিল, একদিন পৈতৃক ভিটা দেখতে আসবেন। সেই লক্ষ্য নিয়ে ২০১৭ সালে বাবা সন্তোষ মিত্রের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। তখন তাদের আপ্যায়ন করেছিলেন বাংলাদেশের চিত্রনায়ক আলমগীর ও সংগীতশিল্পী রুনা লায়লা। তাদের বাসাতেই উঠেছিলেন শ্রীলেখা ও তার বাবা।

চার বছর আগের সেই স্মৃতি স্মরণ করে রবিবার (৩ অক্টোবর) ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন শ্রীলেখা। সেখানে তিনি প্রশংসায় ভাসিয়েছেন আলমগীর ও রুনা লায়লাকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী লিখেছেন, ‘বাবার মুখে বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামের জমিদার বাড়ির গল্প শুনে বেড়ে ওঠা। মিত্তিরদের পূজো, মিত্তিরদের ঘাট, মিত্তিরদের বাজার, পোস্ট অফিস, শ্মশান; আরও কত কী। অগণিত মানুষের মতো দেশভাগের শিকার আমারাও।’

শ্রীলেখা জানান, একটি রিয়্যালিটি শোতে শ্রীলেখা ও তার বাবার বাংলাদেশের স্মৃতি রোমন্থনের গল্প শুনে তাদেরকে আমন্ত্রণ জানান আলমগীর ও রুনা লায়লা। সেই ডাকে সাড়া দিয়ে এ দেশে ছুটে আসেন তারা।

গুণী এই অভিনেত্রী লিখেছেন, “রুনা লায়লা (আমরা সবাই যার বিরাট ভক্ত) আপু আর আলমগীর (হ্যান্ডসাম নায়ক আর অতিরিক্ত ভালো মানুষ) ভাইয়ের বাসায় আমাদের যত্নের কথা আর কী বা বলবো। ছোটবেলার টিভিতে দেখা ‘দামা দাম মাস্ত কালান্দার’, ‘সাধের লাউ’ আরও কতো কতো গান সব আমার ঠোঁটস্থ; এমন শিল্পীর বাড়িতে আমরা হলাম অতিথি। মনের দিক থেকে তার চেয়েও অনেক অনেক ধনী তারা।”

ওই সফরে শ্রীলেখা ও তার বাবা তাদের পৈতৃক ভিটাও দেখে গিয়েছিলেন। সহযোগিতা করেছিলেন আলমগীর ও রুনা লায়লা। সফরের ছবিগুলো তার কাছে ছিল না। সম্প্রতি এক ব্যক্তি তাকে ছবিগুলো দিয়েছেন। তাই ভক্তদের সঙ্গে শেয়ার করতে বিলম্ব করেননি অভিনেত্রী।

কয়েক দিন আগেই বাবাকে হারিয়েছেন শ্রীলেখা। এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। তাই বাবার সঙ্গে জড়ানো স্মৃতি রোমন্থন করেই কাটছে তার সময়।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১