সুবর্ণ চাকরিবাকির কর্ণার ডেস্ক : প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টে (ডিএফডি) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৪টি পদে ২৯ জনকে নিয়োগ দেবে বলে জানা গেছে। আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্ট (ডিএফডি), বিভাগের নাম : কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্সের কার্যালয়, চাকরির ধরন : অস্থায়ী, প্রার্থীর ধরন : নারী-পুরুষ, কর্মস্থল : যেকোনো স্থান, বয়স : ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর, আবেদনের নিয়ম : আগ্রহীরা www.teletalk.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদনের শেষ সময় : ২২ নভেম্বর ২০২১ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।