নিজস্ব প্রতিনিধিঃনার্সদের ছোট করে দেখা ও নার্স কর্মকর্তাদের কটুক্তির প্রতিবাদ ও দুর্নীতিবাজ মহাপরিচালক (ডিজির) মাকসুরা নূর ও সকল নন নার্সিং প্রশাসনের ক্যাডারদের অপসারণ সহ এক দফা দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার সকাল ১১ টায় নোয়াখালী নার্সিং সমন্বয় পরিষদের উদ্যোগে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এই সময় বক্তব্য রাখেন নোয়াখালী নার্সিং সমন্বয় পরিষদের আব্দুল্লাহ ফারুক. মাসুদ পারভেজ. কামরুন নাহার. শিরিন আক্তার. মিজানুর রহমান. জুবেদা উম্মে সালমা. ও রেখা রানী মজুমদার প্রমুখ।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও নার্সরা দুর্নীতিবাজ ডিজি মাকসূরা নুর সহ সকল নন ক্যাডারদের অপসারণ ও বিচারের দাবি করেন এবং উচ্চ শিক্ষীত ও যোগ্য নার্স কর্মকর্তাদের পদায়ন নিশ্চিত করা সহ একদফা দাবী জানান। সমাবেশে শিক্ষার্থী ও নার্সরা অংশগ্রহণ করেন।
ডিজির অপসারণের দাবিতে নোয়াখালীতে শিক্ষার্থী ও নার্সিং সমন্বয় পরিষদের মানববন্ধন
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১৪, ২০২৪
- ৯:২১ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
