তেঁতুল বীজে চিকুনগুনিয়াসহ যেসব রোগের উপকার মিলবে

সুবর্ণ স্বাস্থ্য কর্ণার ডেস্ক : আচার, চাটনি, ফুচকা বা চটপটির টক ছাড়া তেঁতুলের ব্যবহার খুব বেশি দেখা যায় না। আবার অনেকেই গরমে তেঁতুলের শরবত খান। কিন্তু এই তেঁতুলের বীজের যে আরো অনেক গুণাগুণ রয়েছে সে বিষয়টি অনেকে জানে না। তেঁতুলের বীজের উপকারিতা নিয়ে এরইমধ্যে গবেষণা করেছেন বায়োটেকনলজি বিভাগের অধ্যাপকরা। তেঁতুলবীজের অ্যান্টিভাইরাল উপাদান চিকুনগুনিয়া প্রতিরোধে খুবই কার্যকর, আরো অনেক গুণ রয়েছে তেঁতুল বীজের। চলুন জেনে নেয়া যাক।
ধূমপায়ীদের দাঁতের জন্য : তেঁতুল বীজের গুঁড়া দাঁতের জন্য খুব উপকারী, বিশেষ করে যারা ধূমপান করেন, তাদের ক্ষেত্রে বেশিমাত্রায় ধূমপান করলে এবং হার্ড ড্রিংকস ও সফট ড্রিংকস পান করলে দাঁতে প্লেক ও টার্টারের প্রলেপ পড়ে সেক্ষেত্রে তেঁতুলবীজের গুঁড়া ব্যবহারে উপকার মিলতে পারে।
বদহজম সারাতে : তেঁতুলের বীজের রসে বদহজসের সমস্যা দূর হয়। এছাড়া ফাইবারে সমৃদ্ধ এই রস কোলেস্টেরল সারাতে সাহায্য করে। তেঁতুল বীজে হজম প্রকিয়া উন্নত হয়।
সংক্রমণ থেকে রক্ষা : অ্যান্টি ভাইরাল গুণের জন্য তেঁতুলের বীজের প্রভাবে ত্বকে সংক্রমণ হয় না। পাশাপাশি, খাদ্যনালী ও মূত্রনালীর সংক্রমণও হয় না তেঁতুল বীজে গুণের কারণে।
ডায়াবেটিস মোকাবিলায় : তেঁতুল বীজের গুঁড়া পানিতে মিশিয়ে সেই মিশ্রণ পান করলে ডায়াবেটিস রোগ থেকে সুরাহা পাওয়া যায়।
হাইপারটেনশন ও হৃদরোগে : তেঁতুল বীজে পটাশিয়াম থাকে। ফলে উচ্চরক্তচাপ ও হৃদরোগের সমস্যায় তেঁতুলবীজ কার্যকর।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১