সুবর্ণ প্রভাত লাইফ স্টাইল-ত্বক এবং চুলের যত্নে বিভিন্ন ধরনের অয়েলের গুণাগুণ সম্পর্কে আমরা কমবেশী সবাই জানি। টি ট্রি অয়েল সৌন্দর্যের জগতে তেমনই একটি নাম। আর এই অয়েলের গুণ সম্পর্কেও আমাদের অজানা নয়। টি ট্রি অয়েলকে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল (অহঃর-নধপঃবৎরধষ), অ্যান্টি-ফাঙ্গাল (অহঃর-ভঁহমধষ) এবং ন্যাচারাল অ্যান্টি-সেফটিক (অহঃর-ঝবঢ়ঃরপ) বলা হয়। স্কিন এবং হেয়ার কেয়ারে এই অয়েলটি অনেক বেশি উপকারী এবং কার্যকরী। চলুন জেনে নেই, স্কিন এবং হেয়ার কেয়ারে টি ট্রি অয়েল এর কিছু ব্যবহার সম্পর্কে।
টি ট্রি অয়েল এর ব্যবহার
ত্বকের যত্নে ট্রি টি অয়েলের ব্যবহার গুনে শেষ করা যাবেনা! ত্বকের যত্নে যেভাবে কাজে আসে এই অয়েল-
(১) ড্রাই স্কিন
যারা ড্রাই স্কিনের অধিকারী তাদের তো স্কিন রুক্ষ হয়ে যাওয়া একটা সাধারণ সমস্যা। রাতে মুখ ধুয়ে নিয়ে রাতের ময়েশ্চারাইজারের সাথে ৩-৪ ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন এবং এটা পুরো মুখে লাগিয়ে শুয়ে পড়ুন। সকালে উঠে সফট সফট স্কিন পেয়ে যাবেন।
(২) রোদে পোড়া ভাব দূর করতে
স্কিনের রোদে পোড়া ভাব দূর করতে টি ট্রি অয়েল অনেক উপকারী। এজন্যে একটি বাটিতে
১ টেবিল চামচ বেসন,
১/২ চা চামচ অ্যালোভেরা জেল,
১/২ চা চামচ মধু এবং
২-৩ ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে মিশিয়ে নিন।
এই মাস্কটি পুরো মুখে লাগিয়ে নিন।
২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
রেগুলার ব্যবহারে রোদে পোড়া ভাব দূর হয়ে যাবে।
(৩) ব্রণ
ব্রণ সারাতে টি ট্রি অয়েল অনেক পরিচিত। ব্রণ সারিয়ে তুলতে, একটি কটন প্যাড নরমাল পানিতে ভিজিয়ে নিয়ে এতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল নিন। এই অয়েলটা আপনার ব্রণের এড়িয়াতে লাগিয়ে নিন। ৪০ মিনিট পর মুখ ফেইসওয়াশ দিয়ে ধুয়ে রেগ্যুলার ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। এভাবে কয়েকদিন চালিয়ে যান, দেখবেন ব্রণ কমে গিয়েছে।
(৪) নখের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে
নখের ফাঙ্গাল ইনফেকশন দূর করতে এবং নখের ড্যামেজ দূর করতে টি ট্রি অয়েল খুবই উপকারী। একটি বাটিতে নরমাল পানি নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। এই মিশ্রণে আপনার হাতের নখগুলো ১০ মিনিট ডুবিয়ে রাখুন, দেখবেন খুব সহজেই নখের ফাঙ্গাল ইনফেকশন দূর হয়ে যাচ্ছে।
(৫) স্কিন ইরিটেশন দূর করতে
যেকোনো ধরনের স্কিন ইরিটেশনে টি ট্রি অয়েল বেশ কাজে দেয়। একটু অ্যালোভেরা জেল নিয়ে এর মধ্যে কয়েক ড্রপ টি ট্রি অয়েল মিশিয়ে নিন। যেকোনো স্কিন ইরিটেশন, র্যাশ এড়িয়ায় মিশ্রণটি ম্যাসাজ করুন।
(৬) শরীরকে এক্সট্রা ফ্রেশ করতে টি ট্রি অয়েল এর ব্যবহার
শরীরকে এক্সট্রা ফ্রেশ এবং ঝরঝরে অনুভুতি দিতে আপনার শাওয়ার জেলের সাথে ১-২ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন এবং গোসল সেরে নিন। ব্যস হয়ে গেলো, প্রতিদিনের ব্যবহারে আপনার শরীর একেবারেই ঝরঝরে এবং ফ্রেশ হয়ে যাবে।
(৭) অয়েলি স্কিনের জন্য
অয়েলি স্কিনের জন্যে বেশ ভালো ক্লেঞ্জার হিসেবে কাজ করে টি ট্রি অয়েল। ১ চা চামচ মধুর সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিয়ে পুরো ফেইসে ম্যাসাজ করুন। ১ মিনিট পরে ধুয়ে ফেলুন। এই মিশ্রণটি ব্রণের জন্যেও বেশ ভালো কাজ করে।
(৮) স্কিন ব্লেমিশ দূর করতে টি ট্রি অয়েল এর ব্যবহার
স্কিন ব্লেমিশ থাকলে, তাকে ছুটি দিয়ে দিন এখনই। ৪-৫ ফোঁটা লেবুর রসে ২-৩ ফোঁটা টি ট্রি অয়েল মিক্স করে এটা ব্লেমিশ এড়িয়াতে লাগিয়ে নিন। দিনে ১ বার এই রেমেডি ফলো করুন, দেখবেন খুব জলদিই এই সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছেন।
(৯) ফেসিয়াল মিস্ট বানাতে
ফেসিয়াল মিস্ট মুখে একটা ফ্রেশ ফিলিং এনে দেয়। ফেসিয়াল মিস্ট বানাতে, একটি স্প্রে বোতলে গোলাপজল ভরে নিন। এর মধ্যে ৬-৭ ড্রপ টি ট্রি অয়েল যোগ করুন। বোতলটি ঝাকিয়ে মিশ্রণটি মিশিয়ে নিন। ব্যস, আপনার ফেসিয়াল মিস্ট রেডি।
(১০) টি ট্রি অয়েল এর মাধ্যমে স্কিনের দাগ-ছোপ দূর করা যায়
স্কিনের দাগ-ছোপ দূর করতে, একটি বাটিতে ১ চা চামচ মুলতানি মাটি, ১ চা চামচ মধু এবং ৩ ফোঁটা টি ট্রি অয়েল নিয়ে মিক্স করে পুরো ফেইসে লাগান। ১৫-২০ মিনিট বাদে মাস্কটি ধুয়ে ফেলুন। এটি রেগ্যুলার ব্যবহার করলে খুব সহজেই স্কিনের দাগ-ছোপ দূর হয়ে যাবে।
চুলের যত্নে টি ট্রি অয়েল
(১) উকুন দূর করতে
চুলে উকুন আমাদের জন্যে একটি বড় সমস্যা। একবার এই উকুন ছড়ালে সহজে যেতেই চায় না এবং বংশ বৃদ্ধি করতেই থাকে। উকুন তাড়াতে টি ট্রি অয়েল বেশ কাজের। ২ টেবিল চামচ নারিকেল তেলের সাথে ৪-৫ ড্রপ টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এটা পুরো চুলে ম্যাসাজ করে রাতে শুয়ে পড়ুন। পরদিন ভালোমতো শ্যাম্পু করে নিন। সপ্তাহে ২ দিন এটি ফলো করুন।
(২) খুশকি দূর করতে
খুশকির যন্ত্রণা থেকে মুক্তি পেতে শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল যোগ করুন। হাতের আঙ্গুলের সাহায্যে স্ক্যাল্পে হালকা ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটির সাহায্যে খুব জলদিই খুশকি দূর হবে।
(৩) চুলকে স্ট্রং বানাতে
হেয়ার গ্রোথ বৃদ্ধি এবং চুলকে স্ট্রং বানাতে টি ট্রি অয়েল বেশ উপকারী। ১ টেবিল চামচ কুসুম গরম অলিভ অয়েলের সাথে ৫-৬ ড্রপ টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এই তেলটি রাতে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। সকালে উঠে শ্যাম্পু করে নিন। এই অয়েলে থাকা অ্যান্টি ব্যাক্টেরিয়াল প্রোপার্টিজ স্ক্যাল্পের যে কোন ইনফেকশন দূর করে স্ক্যাল্পের হেয়ার গ্রোথকে প্রোমোট করতে সাহায্য করবে।
এই তো জেনে নিলেন, স্কিন এবং হেয়ার কেয়ারে টি ট্রি অয়েলের অসাধারণ কিছু ব্যবহার সম্পর্কে। স্কিন ক্যাফে এর টি ট্রি অয়েল-টি শপ.সাজগোজ.কম-এর অনলাইনে এবং যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত স্কয়ার-এ অবস্থিত তাদের ফিজিক্যাল শপ-এ পাবেন। ভালো থাকুন সুন্দর থাকুন।
ছবি- সংগৃহীত: সাজগোজ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত