দর্শক মাতালেন, জয় নিয়ে ঘরে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

ছবিঃ সংগৃহীত

সুবর্ণ স্পোর্টস কর্ণার ডেস্কঃ মাঠে নামলেন দর্শক মাতালেন, জয় নিয়ে ঘরে ফিরলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (১১ সেপ্টেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে নিউক্যাসলসের বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বিতীয়বারের মতো অভিষেক ম্যাচটি যেন তার নতুন করে প্রত্যাবর্তন । দুই গোল করার মধ্য দিয়ে নিজের প্রত্যাবর্তনটাকে স্মরণীয় করে রাখলেন। পাশাপাশি সমালোচকদের এটাও জানিয়ে দিলেন, বয়স বাড়লেও মোটেও বুড়ো হয়ে যাননি। পেশির শক্তি বিশ্বের অন্য সব তরুণ খেলোয়াড়দের থেকেও শক্তিশালী। দলও জিতেছে ৪-১ গোলের বিশাল ব্যবধানে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের মুখে একটাই নাম ছিল, রোনালদো।

আগে থেকেই জানা ছিল, ম্যানইউর হয়ে শনিবার অভিষেক হচ্ছে রোনালদোর। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে প্রথম একাদশেই থাকলেন পর্তুগিজ অধিনায়ক। তার প্রত্যাবর্তন দেখতে গ্যালারি ভর্তি দর্শকের পাশাপাশি হাজির হয়েছেন স্যার অ্যালেক্স ফার্গুসন।
ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক প্রতিটি মুহূর্তে রোনালদোর নামে স্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়েন। সেটির প্রতিদানও দিয়েছেন প্রথমার্ধের যোগ করা সময়ে। ম্যাসন গ্রিনউডের শট আটকাতে গিয়ে নিউক্যাসল গোলকিপার ফ্রেডি উডম্যানের গ্লাভস থেকে ফসকে যায় বল। সেটিকে মুহূর্তের মধ্যেই জালে পাঠিয়ে দিলেন ওঁত পেতে থাকা রোনালদো। অথচ প্রতিপক্ষের দুই ডিপেন্ডার এখনো তাদের হতভম্ব ভাব কাটিয়ে উঠতে পারেননি।
এর মধ্য দিয়ে প্রিমিয়ার লিগ ও ম্যানইউর হয়ে আটকে থাকা রেকর্ডের পাতাটিতে আবারও সচল করলেন সিআরসেভেন। পরে ৬০ মিনিটের মাথায় আরও একটি দুর্দান্ত গোল করেন তিনি। এর মধ্য দিয়ে এখন প্রিমিয়ার লিগে তার গোল সংখ্যা ৮৫ ও ইউনাইটেডের জার্সিতে ১২০তম।
অবশ্য, ৫৬ মিনিটে ওল্ড ট্রাফোর্ডের উৎসবের আমেজে ধাক্কা দেন নিউক্যাসলের হাভিয়ের ম্যানকিয়ো। অ্যালান সেইন্ট-ম্যাক্সিমিনের এক দৌড় থেকে বল পেয়ে দলকে সমতায় ফেরান। এর চার মিনিট পরই আবারও ম্যানইউকে এগিয়ে নেন রোনালদো। পগবার বাড়িয়ে দেওয়া বল পান লুক শ। তিনি থ্রু করে সেটিকে রোনালদোর পায়ে দিয়ে দেন। বাকি কাজটা করতে বিন্দু পরিমাণ ভুল করেননি ক্রিশ্চিয়ানো। তার শট উডম্যানের দুই পায়ের মাঝ দিয়ে জালে চলে গেল। পরে ৮০ মিনিটের সময় পগবার বাড়িয়ে দেওয়া শটে ইউনাইটেডকে এগিয়ে নেন আরেক পর্তুগিজ ব্রুনো ফার্নান্দেজ। ৯২ মিনিটে ব্যবধান ৪-১ করেন জেসি লিনগার্ড।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১