দাগনভূঞা উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

ফেনী প্রতিনিধি : ফেনী জেলার দাগনভূঞা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খলিলুর রহমানের বিদায় সংবর্ধনা গতকাল মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সুব্রত কুমার চৌধুরী।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার তানিয়া, জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ইফতেখার আহমদে চৌধুরী, দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবার-পরিকল্পনা পরিদর্শক দেলোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. প্রদীপ কুমার মজুমদার, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা ডা. সায়েম উল্যাহ, উপজেলা পরিবার-পরিকল্পনা সহকারী রিতা রানী দাস, খালেদা ইয়াছমিন, রামনগর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক অর্জুন লাল সিংহ, সদর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শক শাহ তাজমুল হোসেন, জায়লস্কর ইউনিয়ন পরিবার কল্যাণ পরিদর্শিকা মনিলা দেবনাথ প্রমুখ।
এরপর বিদায়ী অতিথিকে একইদিন বিকালে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সংবর্ধনা প্রদান করা হয়।

শেয়ার করুনঃ

104 thoughts on “দাগনভূঞা উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০