নিজস্ব প্রতিনিধিঃঅর্থনৈতিক সংকট ও জলবায়ু সংকটে বাড়ছে বৈষম্য, বাড়ছে দারিদ্র্য, বাড়ছে বাস্তুচ্যুত পরিবেশ শরনার্থীর বিপদাপন্নতা। বিপদাপন্ন মানুষের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না, যদি সর্বজনীন সামাজিক সুরক্ষা ব্যবস্থা কার্যকর না হয়। আজ মঙ্গলাবার সকাল ১১ টায় নোয়াখালী শহরে তৃনমূল জনসম্মিলনে বন্যাদূর্গত এলাকার নারী পুরুষ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসডিজি পর্যালোচনায় মতামত প্রদান করে।
গ্লোবাল কল টু অ্যাকশন এগেনেস্ট পোভার্টি (জিক্যাপ) এর সহযোগিতায় এসডিজি অ্যাকশন এলায়েন্স ও এনআরডিএস দারিদ্র্য ও অসমতা নিরসন এবং সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবীতে নোয়াখালী পৌর মিলনায়তনে জনসম্মিলনের আয়োজন করে। এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল এর সঞ্চালনায় অনুষ্ঠিত জনসম্মেলনে সভাপতিত্ব করেন নোয়াখালী নারী অধিকার জোট’র সভাপতি লায়লা পারভীন। এসডিজি বাস্তবায়নের ধীর গতি আশাহত করছে প্রান্তিক মানুষকে, বলে বক্তারা মতামত ব্যক্ত করেন। বিগত বছরগুলোতে করোনা মহামারী, ইউক্রেন যুদ্ধ সহ নানান বৈশ্বিক সংকট এসডিজি’র অর্জনকে বাধাগ্রস্থ করেছে। এসডিজি অর্জনের বর্তমান অগ্রগতি পর্যালোচনায় ধারণা করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ১৭ টি অভিষ্টের মাত্র ১৭% অর্জিত হবে। তাই এসডিজি অর্জনের চ্যালেঞ্জসমূহ মোকাবেলার কঠিন পথযাত্রায় নতুন কৌশল ও সমন্বিত কর্মপ্রচেষ্টা জোরদার করা দরকার বলে বক্তারা মত প্রকাশ করেন।
সমাজসেবা কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস বলেন, সামাজিক সুরক্ষা খাতে যে সকল ভাতা দেয়া হয় তা প্রান্তিক মানুষের জীবন মানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ভাতার পরিমান বাড়ানোর পরামর্শ প্রদান করেন। কৃষক নেতা নূর উদ্দিন বলেন, ব্যাংক থেকে যে কৃষি ঋণ পাওয়া যায় তার পরিমাণ খুবই কম। প্রথম আলো বন্ধু সভার প্রতিনিধি শিমুল বলেন, বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের যে গড় দেখানো হয় তাতে বিস্তর ফাঁকি রয়েছে, যা বিবেচনায় আনা জরুরী। সভাপতির বক্তব্যে লায়লা পারভীন বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য আমাদের দায় খুবই সামান্য হওয়া সত্ত্বেও এর ক্ষতিকারক প্রভাব যে সকল দেশের উপর সবচেয়ে বেশী তাদের মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই জলবায়ু সংকট মোকাবেলার জন্য অধিক কার্বন নির্গমনকারী পশ্চিমা দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি, মো: আবুল কাশেম, মোঃ সেলিম, উন্নয়ন সংগঠন প্রতিনিধি, পার্বতী বৈরাগী, আবদুল আউয়াল, মলয় স্টিফেন, জান্নাতুল ফেরদৌস, বিবি মরিয়ম, যুব প্রতিনিধি শিমুল, ও আফরিনা, নূর নাহার বেগম প্রমুখ।-প্রেসবিজ্ঞপ্তি
দারিদ্র্য- অসমতা নিরসন ও সর্বজনীন সামাজিক সুরক্ষার দাবীতে নোয়াখালীতে তৃণমূল জনসম্মিলন অনুষ্ঠিত
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১৭, ২০২৪
- ৫:৩৮ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
তারেক রহমানের কথায় মানুষ ভরসা করছে : এ্যানি
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
চাটখিলে বইমেলার উদ্বোধন
•
ফেব্রুয়ারি ৫, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
