দীর্ঘ ১৮ বছর পর সোনাইমুড়ীর রাজিবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

সোনাইমুড়ী প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পর উৎসব মূখর পরিবেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার রাজিবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৩০৪ জন ভোটারের মধ্যে ১৫২ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটে সাধারণ অভিভাবক সদস্যপদে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে ৪ জন নির্বাচিত হয়েছে।
নির্বাচতরা হলেনঃ মোহাম্মদ ইউসুফ (১০৯ ভোট), আব্দুল মান্নান (৯৯ ভোট), আব্দুল মালেক (৯৩ ভোট), মোঃ নুরুল আমিন (৯২ ভোট)।
নির্বাচনের প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নাজিম উদ্দিন। নির্বাচন পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহীন মিয়া। আইনশৃঙ্খলার দায়িত্ব ছিলেন থানার এস আই জাকির হোসেন সহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, সর্বশেষ ২০০৬ সালের সেপ্টেম্বর মাসে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছিলো।

শেয়ার করুনঃ

1 thought on “দীর্ঘ ১৮ বছর পর সোনাইমুড়ীর রাজিবপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮