নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে ট্রাক শ্রমিক মো.খোকন হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার সকাল জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক মো.ইকবাল হোসাইন এই আদেশ দেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে সাবেক এমপি একরাম চৌধুরীকে জেলা কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক মো.সাবজেল হোসেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ তথ্য নিশ্চিত করে কোর্ট ইন্সপেক্টর শাহ আলম বলেন, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে জেলা শহরের দত্তের হাটে গুলিতে ট্রাক শ্রমিক খোকন নিহত হন। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর সাবেক এমপি মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, সাবেক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শামছুদ্দিন জেহান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র শহীদ উল্যাহ খান সোহেল সহ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মীর বিরুদ্ধে নিহত ট্রাক শ্রমিকের বাবা মজিবুল হক বাদী হয়ে সুধারাম মডেল থানায় হত্যা মামলা করেন।
জানা গেছে,এ মামলা ছাড়াও সুধারাম মডেল থানায় একটি বিস্ফোরক ও অপহরণ মামলা, কবিরহাট থানায় একটি অস্ত্র মামলা ও সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলাসহ আরো ৩টি মামলা রয়েছে। মামলাগুলোতে সাবেক এমপিকে গ্রেফতার দেখানো হয়েছে। এসব মামলায় গত ১অক্টোবর রাতে চট্টগ্রাম শহরের খুলশি এলাকা থেকে একরাম চৌধুরীকে গ্রেফতার করে র্যাব। এর পরদিন সকালে তাকে নোয়াখালী জেলার চীপ জিুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজির করা হলে আদালত জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুইদিনের রিমান্ডে সাবেক এমপি একরামুল করিম চৌধুরী
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ২১, ২০২৪
- ২:২৩ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
আজ পবিত্র শবে-বরাত
•
ফেব্রুয়ারি ১৪, ২০২৫
কোম্পানীগঞ্জে মসজিদে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
•
ফেব্রুয়ারি ১৩, ২০২৫
সেনবাগে দুই যুবলীগের কর্মী গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১৩, ২০২৫