হাতিয়া প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার সকালে সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলীর বাসায় হিন্দু নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগের নবগঠিত জেলা কমিটির অন্যতম সদস্য সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী।
এ সময় বক্তব্য রাখেন মেম্বার সুনীল চন্দ্র দাস, রাবেন্দ্র চন্দ্র দাস, অধ্যাপক মানস চন্দ্র দাস ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণ চন্দ্র মজুমদার।
অনুষ্ঠানে হাতিয়ার ৩৪টি পূজামন্ডপের সভাপতি-সম্পাদক ছাড়াও উপস্থিত ছিলেন হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দেবব্রত দাস গুপ্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যপরিষদের হাতিয়া উপজেলার সভাপতি প্রভাষক গোপী মজুমদার কনক, সহ-সভাপতি সাংবাদিক উত্তম কুমার সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাতিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরবিন্দ সাহা, সহ-সভাপতি দেব দুলাল সরকার প্রমুখ।
পরে জননেতা আলহাজ্ব মোহাম্মদ আলী প্রতি বছরের ন্যায় এবারও হাতিয়ার প্রতিটি পূজামন্ডপের জন্য ১০টি শাড়ি ও নগদ ১০ হাজার টাকা করে তার ব্যক্তিগত তহবিল থেকে প্রদান করেন।