নিজস্ব প্রতিনিধিঃদৈনিক বাংলাদেশ অবজারভারের কোর্ট রিপোর্টার অ্যাডভোকেট আহসান হাবিব দিপক(৫৫) হৃদরোগে আক্রান্ত হয়ে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি—রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রীও বহু গুনগ্রাহী রেখে যান।
দিপকের মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে তার বড় ভাই দৈনিক কালেরকন্ঠে’র নোয়াখালীস্থ স্টাফ রিপোর্টার শামসুল হাসান মিরন জানিয়েছেন, বৃহস্পতিবার ঢাকা থেকে দিপক জেলা শহর মাইজদীর বাসায় আসে। আসার পর সে অসুস্থ হয়ে পড়ে। আজ সকালে সে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে ঢাকা নেওয়ার পথে সে মারা যায়।
সাংবাদিক আহসান হাবিব দিপকের মৃত্যুতে জেলায় কর্মতর সাংবাদিকরা শোক প্রকাশ করে তার শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
এদিকে আজ এশার নামাজের পর জেলা শহরের মফিজ প্লাজা মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজা শেষে তাকে সদর উপজেলার এওজবালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
সাংবাদিক আহসান হাবিব দিপকের জানাজায় শরীক হন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মো. শাহজাহানসহ,রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক ও জেলা শহরের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।