সেনবাগ প্রতিনিধিঃ দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামছুদ্দীন আহমেদের মা জাহানারা বেগম (৮২) রবিবার বিকালে বার্ধক্যজনিত কারনে নোয়াখালীর সেনবাগ উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের আহম্মদপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি — রাজিউন)। মৃত্যুকালে তিনি সাত ছেলে, দুই মেয়ে, নাতি -নাতনিসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ির দরজায় নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য মানুষ অংশ নেন।
জাহানারা বেগমের মৃত্যুতে নোয়াখালী-২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক) আসনের এমপি ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের নোয়াখালী প্রতিনিধি আলমগীর ইউসুফ,সেনবাগ প্রেসক্লাবের সভাপতি খোরশেদ আলম ও সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সায়েস্তানগরী পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিববারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার শামছুদ্দীন আহমেদের মায়ের ইন্তেকাল
- সুবর্ণ প্রভাত
- মে ১৩, ২০২৪
- ৪:১৪ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত