নিজস্ব প্রতিবেদন : দৈনিক নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় কমিটির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক রফিকুল আনোয়ারের বাবা আলহাজ্ব আবুল কালাম মাস্টার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর গ্রমের মোবারক আলী মোক্তার বাড়ির বাসিন্দা।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ৪ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন। মরহুম আবুল কালাম প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। গতকাল বাদ আসর মানিকপুর জামে মসজিদের সামনে তার নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
নোয়াখালী প্রতিদিনের সম্পাদক রফিকুল আনোয়ারের পিতার ইন্তেকাল
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৩, ২০২১
- ৮:২২ অপরাহ্ণ