দৈনিক সুবর্ণ প্রভাতের অনলাইন সংস্করণ প্রকাশনায় নোয়াখালী জেলা প্রশাসকের শুভেচ্ছা

Suborno provaat - Shuborno Provaat - সুবর্ণ প্রভাত
মোহাম্মদ খোরশেদ আলম খান

বর্তমানে তথ্য প্রযুক্তির উন্নয়ন ও প্রসারের ফলে প্রিন্ট মিডিয়ার চেয়ে অনলাইন ভিত্তিক সংবাদপত্রের চাহিদা বেশি। দীর্ঘ সময় ধরে করোনা মহামারীর কারণে প্রিন্ট মিডিয়া ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি মনে করি এ অবস্থায় নোয়াখালী জেলা শহর থেকে প্রকাশিত ‘দৈনিক সুবর্ণ প্রভাত’ পত্রিকাটি প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন সংস্করণ প্রকাশনা একটি সময়পোযোগী সিদ্ধান্ত। অনলাইন প্রকাশনার এ সাহসী পদক্ষেপ প্রশংসার দাবী রাখে।

পত্রিকাটির অনলাইন প্রকাশনায় জাতীয় ও আন্তর্জাতিক সংবাদসহ বৃহত্তর নোয়াখালীর প্রতিদিনের ঘটে যাওয়া নানা ধরনের সংবাদ প্রকাশিত হবে। একই সাথে জেলার ইতিহাস-ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধ, রাজনীতি, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, ঐতিহাসিক দর্শনীয় স্থানসহ বিভিন্ন বিষয়াদি প্রকাশ করা হলে, নতুন প্রজন্মকে পত্রিকাটি পাঠে আরো আগ্রহী করে তুলবে বলে আমার বিশ্বাস।

সংবাদপত্র সমাজের দর্পণ। ‘দৈনিক সুবর্ণ প্রভাত’-এর শ্লোগান হচ্ছে- ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের প্রত্যয়’। এ অঙ্গীকার নিয়ে সত্য প্রকাশে অবিচল থেকে যথাযথভাবে যদি সংবাদ প্রকাশ করা হয়, তাহলে বৃহত্তর নোয়াখালী নয়; সারাদেশে পাঠকদের কাছে পত্রিকাটি সমাদৃত হবে।
আমি পত্রিকার সমৃদ্ধি কামনা করছি।


মোহাম্মদ খোরশেদ আলম খান
জেলা প্রশাসক, নোয়াখালী।

শেয়ার করুনঃ

1,162 thoughts on “দৈনিক সুবর্ণ প্রভাতের অনলাইন সংস্করণ প্রকাশনায় নোয়াখালী জেলা প্রশাসকের শুভেচ্ছা”

  1. Today, I went to the beachfront with my children. I
    found a sea shell and gave it facebook vs eharmony to find love online my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the
    shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her
    ear. She never wants to go back! LoL I know this is totally off topic but I had to tell someone!