‘দৈনিক সুবর্ণ প্রভাত’-এর অনলাইন সংস্করণের যাত্রাপথে আমাদের শুভেচ্ছা

Shuborno Provaat - সুবর্ণ প্রভাত
আলমগীর ইউসুফ

দৈনিক সুবর্ণ প্রভাত অনলাইন সংস্করণ আজ সোমবার (২ আগস্ট) থেকে বর্ধিত কলেবরে প্রকাশিত হতে যাচ্ছে। এ প্রকাশনার যাত্রাপথে বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, আইন-আদালত, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ বিশ্বে প্রতিদিন ঘটে যাওয়া সংবাদ নিয়মিত প্রকাশিত হবে। একসময় আমাদের জেলা বৃহত্তর নোয়াখালীকে ঘিরে গড়ে উঠেছিল নোয়াখালীর ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ, শিক্ষা, সংস্কৃতি ও খেলাধুলার পরিমন্ডল । এর আগে সন্দ্বীপও ছিল নোয়াখালীর অংশ। বর্তমানে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর পৃথক জেলা। ‘দৈনিক সুবর্ণ প্রভাত’ তার প্রিন্ট সংস্করণ প্রকাশনায়ও বৃহত্তর নোয়াখালী জেলার ইতিহাস-ঐতিহ্য, রাজনীতি, মহান মুক্তিযুদ্ধ, শিক্ষা, সাহিত্য, সংস্কৃিত ও ক্রীড়াঙ্গনের সাথে জড়িত স্বনামধন্য দেশবরেণ্য ব্যক্তিদের পরিচয় তুলে ধরতে কার্পণ্য করিনি। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে প্রকাশিত হয়েছে নোয়াখালীতে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবহ দিনগুলোর’ তথ্যসমৃদ্ধ একটি প্রতিবেদন। অনলাইন সংস্করণেও এসব তথ্যসমৃদ্ধ প্রতিবেদনগুলো নতুন প্রজন্মের কাছে একইভাবে তুলে ধরা হবে।
‘দৈনিক সুবর্ণ প্রভাত’-এর অনলাইন সংস্করণ প্রকাশনায় নোয়াখালীর রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, স্বনামধন্য শিল্পপতি, ব্যবসায়ী, বিশিষ্টজন, লেখক, পেশাজীবী ও আমার সহকর্মী সাংবাদিক বন্ধুদের আন্তরিক সহযোগিতা কামনা করছি। সবাইকে শুভেচ্ছা।

আলমগীর ইউসুফ
প্রকাশক ও সম্পাদক

শেয়ার করুনঃ

1,352 thoughts on “‘দৈনিক সুবর্ণ প্রভাত’-এর অনলাইন সংস্করণের যাত্রাপথে আমাদের শুভেচ্ছা”