খোরশেদ আলম, সেনবাগ প্রতিনিধিঃ সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বিএনপি চেয়ারপারর্সনের উপদেষ্টা জযনুল আবদিন ফারুক বর্তমান অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন- আন্দোলনকারী রাজনৈতকি দল গুলোর মতামতের ভিত্তিতে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুন। এসময় জয়নুল আবদনি ফারুক আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন- বিগত সময়ে দিনের ভোট রাতে হয়েছে এবং মরা মানুষ এসে ভোট দিয়েছে। বর্তমানে এ ধরনের ভোট আর হবে না।
আজ বৃহস্পতিবার বিকালে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এ সব কথা বলেন।
সেনবাগ পৌর বিএনপি আহবায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে ও সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আমিন উল্যাহ বিএসসির পরিচালনায় সেনবাগ পৌর শহরের থানা চত্বরে অনুষ্ঠিত এ সমাবেশে অনুষ্ঠিত হয়।
জয়নুল আবদনি ফারুক আরো বলেন-বাংলাদেশে আর কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। বিগত ফখর উদ্দিন ও মইন উদ্দিন সমর্থিত তত্ববধায়ক সরকার তিন মাসের কথা বলে দু’বছর আমাদের কারাগারে রেখে অমানুষিক নির্যাতন করেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. মোহাম্মদ ইউনুছ আপনার কাছে বিনিত অনুরোধ দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি আরো বলেন, শেখ মুজিবকে হত্যা করেছে আওয়ামী লীগের বন্ধু খোন্দকার মোশতাক। ছোট মাছ দিয়ে রান্না করে খাওয়ায়তেন সেই মোশতাক। শেখ মুজিবুর রহমান কখনো স্বাধীনতা চায়নি, তিনি চেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে। কথা কথায় বলেন জিয়াউর রহমান শেখ মুজিবের খুনী। তিনি স্বাধীনতা ঘোষনা করেননি। তিনি নাকি পাকিস্তানি সহচর ছিলেন। তাহলে কার কন্ঠে বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা এসেছিলো। আমরা সেই দিন জিয়াউর রহমানের ডাকে স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করে দেশ ম্বাধীন করেছি। ১৫ আগষ্ট আওয়ামী লীগের লোকজনই শেখ মুজিবকে হত্যা করে ক্ষমতাদখল করেছিলো। এরপর সিপাহী জনতার বিল্পনের মধ্যে দিয়ে জিয়াউর রহমান বাংলাদের ক্ষমতায় এসে বিশে^র বুকে মাথা উচু করে দাঁড়ানোর ব্যবস্থা করে দিয়েছিলেন।
এসময় নোয়াখালী জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লা আল মামুন, সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু,উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান সালা উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক মোকাররম হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানা উল্যাহ প্রমুখ উপস্থিত ছিলেন
দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুনঃ জয়নুল আবদিন ফারুক
- সুবর্ণ প্রভাত
- নভেম্বর ৭, ২০২৪
- ৭:৪৮ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
নোয়াখালীতে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
•
ডিসেম্বর ১০, ২০২৪
সোনাইমুড়ীতে মাদক ও জুয়া বিরোধী মানববন্ধন
•
ডিসেম্বর ১০, ২০২৪
2 thoughts on “দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করুনঃ জয়নুল আবদিন ফারুক”
Maltepe su kaçağı tespiti Tuzla su kaçağı tespiti: Tuzla’da su kaçağını kısa sürede tespit ediyoruz. https://www.truthsocialviet.com/ustaelektrikci
This article cleared up a lot of questions I had—thanks!