নদী থেকে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে- সৈয়দা রিজওয়ানা হাসান

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করে বলেছেন, নদী থেকে বালু উত্তোলন জাতীয় দস্যুতায় পরিণত হয়েছে। বালু উত্তোলনের মাধ্যমে নদীর ড্রেজিং কি বালু ব্যাবসায়ীদের কাছে তুলে দেবো ,নাকি সরকারিভাবে ড্রেজিং করা হবে তা আমাদের ভাবার সময় এসেছে।
তিনি বলেন, যেখানেই নদীতে বালু আছে সেখানেই জেলা প্রশাসকরা মানুষের শত আপত্তি সত্ত্বেও রাজস্ব আয়ের কখা চিন্তা করে বালু মহাল ঘোষণা করে দেয়। বালু মহাল ঘোষণার যেমন সুযোগ আছে তেমনি বিলুপ্তিরও সুযোগ আছে।
আজ সোমবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহীর ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটর ও নদী ভাঙন এলাকার পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের সাথে আলাপকালে তিনি এস কথা বলেন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মুছাপুর নদীর পাড়ে আসার কারণ হচ্ছে, সমস্যাটা সরকারের চশমা দিয়ে না দেখে মানুষের চশমা দিয়ে দেখা। মানুষ আর সরকার ভিন্ন সত্ত্বা হলে পরিবর্তন হবেনা। মানুষকে আর সরকারকে এক জায়গায় এসে সমস্যার সমাধানে যেতে হবে। আমরা নদী তীরবর্তী এলাকায় এসে স্থানীয় মানুষের কথা শুনলাম। সরকারি হিসেব মতে প্রতি বছর নদী ভাঙ্গনে ৩০ হাজার মানুষ সব হারিয়ে নিঃস্ব হয়ে যায় যেটি বেসরকারি হিসেবে ১ লাখের বেশি মানুষ সর্বশান্ত হয়ে যায়।
লোনা পানির আগ্রাসন ঠেকাতে মুছাপুর রেগুলেটর নির্মান লাগবে উল্লেখ করে তিনি বলেন, রেগুলেটর দিনে দিনে তৈরি করা সম্ভব না।এটার একটা পক্রিয়া আছে। আমরা যদি দ্রুত গতিতেও রেগুলেটর নির্মান করতে চাই তাও দুই থেকে তিন বছর সময় লাগবে।
উপদেষ্টা বলেন, এখানে যে চর হয়েছে, সেখানের বালু সরিয়ে দেয়ার জন্য এলাকাবাসী প্রস্তাবনা দিয়েছেন।নদীকে ক্যাপটেল ড্রেজিং এর পাশাপাশি মেইনটেন্যান্স ড্রেজিং করতে হবে। সরকারকে রেগুলেটর আর ড্রেজিং দুটোর কথাই ভাবতে হচ্ছে। সবচেয়ে কার্যকর কোনটি হবে তা আমরা ভেবে দেখবো। যেটি কার্যকর হবে সেটিরই আগে বাস্তবায়ন হবে।
ইলিশ ভারতে উপহার হিসেবে যাচ্ছে না উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন,ইলিশ রপ্তানি করা হবে। রপ্তানির টাকা বাংলাদেশ সরকার পাবে। সেটা খুব ছোট করে দেখার মতো টাকা না। বাংলাদেশ থেকে ইলিশ এখনো যায়নি, একটি সিদ্ধান্ত হয়েছে। যারা এই ইলিশ চাচ্ছে তারাও কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ওই পাড়ে থেকে অনেক সমর্থন দিয়েছে, সেটি আমরা সকলে দেখেছি।
এসময় পানি সম্পদ মন্ত্রনালয়ের সচিব নাজমুল আহসান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঁইয়া, নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুন্সি আমীর ফয়সাল, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জেলায় সাম্প্রতিক বন্যায় ভাঙন ও করণীয় বিষয়ে গণশুনানিতে ’ অংশগ্রহণ করেন। এতে নদী ভ্ঙানে ও জলবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ এবং সাংবাদিকগণ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।

শেয়ার করুনঃ

1 thought on “নদী থেকে বালু উত্তোলন দস্যুতায় পরিণত হয়েছে- সৈয়দা রিজওয়ানা হাসান”

  1. أنابيب PB في العراق في شركة إيليت بايب في العراق، تقدم أنابيب الـ PB لدينا أداءً ممتازًا ومتانة، مما يجعلها مناسبة لمجموعة متنوعة من التطبيقات. تشتهر أنابيب الـ PB لدينا بمقاومتها لدرجات الحرارة العالية والمواد الكيميائية، وتم تصميمها لتلبية أعلى معايير الجودة. باعتبارها واحدة من أفضل وأكثر شركات تصنيع الأنابيب موثوقية في العراق، تلتزم شركة إيليت بايب بتقديم منتجات تتفوق في الأداء والعمر الافتراضي. لمزيد من المعلومات حول أنابيب الـ PB الخاصة بنا، تفضل بزيارة elitepipeiraq.com.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১