নবাগত পুলিশ সুপারের সাথে পুলিশ কেজি স্কুলের শিক্ষক ও পরিচালনা পর্ষদের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি

নবাগত নোয়াখালীর পুলিশ সুপার মোঃ শহিদুল ইসলামের (পিপিএম) সাথে পুলিশ কেজি স্কুলের শিক্ষক ও পরিচালনা পর্ষদের এক মতবিনিময় সভা আজ সোমবার বিকার সাড়ে ৪ টায় অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে পুলিশ সুপার এই প্রথম মতবিনিময় করেন।


সভার শুরুতে পুলিশ সুপার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি এবং স্কুলের কো-অর্ডিনেটর মিসেস সীমা পারভীন নিশিকে স্কুলের প্রধান শিক্ষক আফম রহমত উল্যাহ ও সহকারি প্রধান শিক্ষক ফুল দিয়ে বরণ করেন। পরে স্কুলের পরিচালনার সার্বিক বিষয়গুলো প্রজেক্টরের মাধ্যমে পুলিশ সুপারকে ধারণা দেয়া হয়।

সভায় স্কুলের কো-অর্ডিনেটর মিসেস সীমা পারভীন নিশি তার বক্তব্যে বলেন.বর্তমান করোনা পরিস্থিতিতে স্কুলের শিক্ষা ব্যাবস্থায় কিছুটা স্থবির হয়ে পড়েছে, এ অবস্থায় অনলাইন ক্লাসগুলো নিয়মিত করতে হবে। এই পরিস্থিতিতে সকল ছাত্র -ছাত্রীর খোঁজ খবর নেয়ার জন্য অনুরোধ জানান তিনি।

পুলিশ সুপার ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (পিপিএম) তার বক্তব্যের শুরুতে পুলিশ কেজি স্কুলের পরিচানার সাথে জড়িত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান । তিনি স্কুলের সার্বিক উন্নয়নের জন্য একটি কমিটি করার পরিকল্পনার কথা জানান ,যাতে দ্রুততম সময়ে কেজি স্কুলটি দশম শ্রেণিতে উন্নিত করা যায়। এই পুলিশ কে.জি স্কুলটি জেলার মধ্যে সেরা স্কুলে রুপান্তর করার জন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করার জন্য অনুরোধ করেন তিনি। এ সময় স্কুলের পরিচালনা পর্ষদের কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১