নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের

ছবি সংগৃহীত

সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃএবার নবীন-প্রবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবার নবীন-প্রবীনদের নিয়ে মন্ত্রিসভা গঠন হবে। বিরোধীদলীয় নেতা কে হবেন, তা স্পিকার ও সংসদ নেতা আলোচনা সাপেক্ষে ঠিক করবেন।
ওবায়দুল কাদের বলেন, আজকে সংসদীয় দলের সভায় স্পিকার, ডেপুটি স্পিকার এবং চিফ হুইপ নির্বাচিত হয়েছেন।
মন্ত্রীপরিষদের আকার কেমন হবে জানতে চাইলে তিনি বলেন, এই এখতিয়ার একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি বলতে পারবেন মন্ত্রিসভার আকার এবং প্রকার কি হবে।
বিরোধী দলের বিষয়ে তিনি আরও বলেন, ‘স্পিকার ও প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নেবেন। প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।’

 

শেয়ার করুনঃ

5 thoughts on “নবীন-প্রবীণের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা হবে: ওবায়দুল কাদের”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫১৬
    ১৭১৮১৯২০২১২২২৩
    ২৪২৫২৬২৭২৮২৯৩০