ফেনী প্রতিনিধি : নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করেছে ফেনী জেলা তথ্য অফিস।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, বঙ্গমাতার জন্মবার্ষিকী উপলক্ষে জেলার দুটি গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গমাতার ছবি ও শ্রদ্ধাবাণী সংবলিত ডিসপ্লে বোর্ড স্থাপন করা হয়। একটি বোর্ড স্থাপন করা হয় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ সড়কে, অন্যটি মহিপাল চত্বরে। এছাড়া বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষ্যে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ঢাকা থেকে প্রাপ্ত ৪ হাজার পোস্টার জেলা ও উপজেলার গুরুত্বপূর্ণ দপ্তরসমূহে বিতরণ করা হয়।
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে পোস্টার প্রেরণের লক্ষ্যে জেলা শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসে পোস্টার প্রদান করা হয়। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, মা ও শিশু কেন্দ্রে পোস্টার প্রেরণের ব্যবস্থা গ্রহণ করা হয়। ফেনী জেলার প্রত্যেক উপজেলা ও পৌরসভায় ও পোস্টার প্রদর্শনের জন্য প্রেরণ করা হয়। এছাড়াও জেলা তথ্য অফিস ফেনীর উদ্যোগে ভর্চ্যুৃয়াল মাধ্যমে বঙ্গমাতার জীবন ও কর্মের উপর প্রামাণ্যচিত্র প্রচার করা হয়।
নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনী তথ্য অফিসের বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উদযাপন
- সুবর্ণ প্রভাত
- আগস্ট ৯, ২০২১
- ১:৩৭ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | |||||
৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ |
১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ |
১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ |
২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
৩১ |