নিজস্ব প্রতিনিধিঃ গণপরিবহনে ও কর্মক্ষেত্রসহ সকল স্থানে নারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে রাষ্ট্রের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান নারী দিবসের সমাবেশে উপস্থিত তৃণমূল প্রতিনিধিবৃন্দ। নোয়াখালী সহ সারা দেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের সংখ্যা বেড়েই চলছে। এমনকি ধর্ষণের হাত থেকে ৪ বছরের শিশু পর্যন্ত রেহাই পাচ্ছে না। পোষাক নিয়ে পথে ঘাটে নারীকে হেনস্থার স্বীকার হতে হচ্ছে। অপরাধ করেও বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধী পার পেয়ে যাচ্ছে। বক্তারা আইনের কঠোর প্রয়োগ এবং দ্রত বিচারের দাবী জানান।
বক্তরা আরো বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে আজও নারীরা আজ নানা ধরনের সামাজিক, অর্থনৈতিক ও শারীরিক সহিংসতার শিকার হচ্ছেন। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে নারীকে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের জন্য রাষ্ট্রকে প্রয়োজনীয় নীতির পরিবর্তন এবং বাস্তবায়ন করতে হবে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার সকাল ১১টায় নোয়াখালী পৌরসভার কনভেনশন হলে এনআরডিএস ও এসডিজি অ্যাকশন এলায়েন্স ও জিক্যাপ এর আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক নারী পুরুষের অংশগ্রহণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এনআরডিএস এর নির্বাহী পরিচালক আব্দুল আউয়ালের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উদীচ শিল্পী গোষ্ঠীর নোয়াখালী জেলা সভাপতি মোল্লা হাবিবুর রাছুল মামুন অ্যাডভোকেট, সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু, নোয়াখালী নারী অধিকার জোট’র আহবায়ক রৌশন আক্তার লাকি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারফিনা শাহনাজ রজব, এডভোকেট ফাহমিদা আক্তার, তৃণমূল প্রতিনিধি তাহমিনা বেগম, তিন্নি আক্তার, শারমিন আক্তার, রাজিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস প্রমূখ।
নারীর নিরাপত্তা ও অপরাধীর দ্রুত বিচারের দাবীতে নোয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- সুবর্ণ প্রভাত
- মার্চ ৮, ২০২৫
- ৮:২৪ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
