নিখোঁজের ৭ দিন পরেও সন্ধান মিলেনি চাটখিলের হাফেজ সোহানের

বিশেষ প্রতিনিধিঃনিখোঁজ হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও নোয়াখালীর চাটখিল উপজেলার হাফেজ বাধন ইসলাম সোহান (১৪) এর সন্ধান আজও পাওয়া যায়নি। এতে করে পারিবারের লোকজনের মধ্যে শোক, আতঙ্ক, উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
জানা গেছে, হাফেজ বাধন ইসলাম সোহান উপজেলা কড়িহাটি গ্রামের হাজী বাড়ীর সোহেল রানা ও হাসিনা আক্তারের জেষ্ঠ্য ছেলে। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। বাধন হালিমা দিঘিরপাড়া হেফজ খানায় অধ্যয়নরত। গত তিন বছর থেকে সোহান এ মাদ্রাসায় অধ্যয়নরত। তিন মাস পূর্বে সে কোরআনে হাফেজ হন। হেফজ শেষ করে বর্তমানে তার শুনানি চলছে। গত বৃহস্পতিবার তার বাবা তাকে সিএনজিতে তুলে মাদ্রাসায় পাঠিয়ে দেন। এরপর থেকে সে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে তার বাবা সোহেল রানা চাটখিল থাকায় একটি অভিযোগ দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, নিখোঁজ হাফেজ সোহানকে উদ্ধারে অবিযান চলছে।
কেউ নিখোঁজ হাফেজ সোহানের সন্ধান পেলে তার বাবা সোহেল রানার মোবাইল নং (০১৩১০০০৬২৯০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১