হাতিয়া প্রতিনিধি ॥
হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে দোকান চুরির অভিযোগে সন্দেহভাজন নিশান উদ্দিনকে (২২) নামের একজনকে আটক পুলিশ। তার কাছ থেকে চুরি হওয়া মধ্যে ৯০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সে নিঝুম দ্বীপ ইউনিয়নের নং ওয়ার্ডের আদর্শ গ্রামের আলাউদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিয়া থানার ওসি (তদন্ত)কাঞ্চন কান্তি দাস। জানান , বৃহস্পতিবার রাতে বেলায়েত হোসেনের দোকান ঘরের টিন কেটে ক্যাশ বাক্স থেকে ১ লাখ ৪০ হাজার টাকা চুরি হয়। সোমবার সকালে বেলায়েত হোসেন হাতিয়া থানায় একটি চুরির মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাত লোক কে আসামি করা হয়। সোমবার সকালে মামলা দায়েরের কয়েক ঘন্টা পর সন্ধেহ ভাজন নিশান উদ্দিন কে আটক করে । তার কাছ থেকে চুরির ৯০ হাজার টাকা উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি তদন্ত কাঞ্চন কান্তি দাস।