হাতিয়া প্রতিনিধি
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনা গ্রামের পিতৃহীন এক বাকপ্রতিবন্ধী নারীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে শনিবার বিকালে শরিফ উদ্দিন (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় ওই নির্যাতিতার মামা আব্দুল মালেক বাদী হয়ে আজ রবিবার সকালে শরীফ উদ্দিনকে আসামি করে হাতিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি শরিফ একই এলাকার ছানা উদ্দিন এর ছেলে। হাতিয়া থানার ওসি (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বিষ্য়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আসামিকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। আজ সকালে ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।