সুবর্ণ প্রভাত অনলাইন ডেস্কঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ সরকারের বিরুদ্ধে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে পেতে মাঠে নেমেছে। আজ আমরা রাস্তায় নেমেছি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কারণ তারা পুরো রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে।
তিনি বলেন, সরকারকে বলবো সংসদকে ভেঙে দিন। নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন। তারা(আওয়ামী লীগ) জানেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে তারা ১০টি আসনও পাবে না। এ কারণে তারা আবারও দলীয় সরকারের অধীনে অবৈধভাবে নির্বাচন করতে চায়।
আজ শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপি আয়োজিত ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস’ উপলক্ষে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচনে বিরোধী দল তথা বিএনপি নেতারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে,সেজন্য মিথ্যা মামলা দিয়ে তড়িঘড়ি করে সাজা দেওয়া হচ্ছে। মামলা ও সাজা দিয়ে এই আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
তিনি বলেন, সরকার জনগণকে বোকা বানাতে চায়। দেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থাসহ সবকিছুই এই সরকার ধ্বংস করেছে। আজ দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতিতে মানষ দিশেহারা। এই দিকে সরকারের কোনো খেয়াল নাই, সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে।এটা পরিষ্কার যে, সরকার রাষ্ট্র চালাতে সম্পূর্ণভাবে ব্যর্থ। দানবীয় এই সরকারের হাত থেকে মুক্তি পেতে এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- এত ভালো ভালো নির্বাচন করি, তারপরেও বিদেশিরা বলে নির্বাচন নাকি ভালো হয় না। তার এ বক্তব্য- এ বছরের সেরা কৌতুক। শেখ হাসিনা ভালো নির্বাচন করে, আওয়ামী লীগ ভালো নির্বাচন করে। এ কথা ঘোড়া শুনলেও হাসে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এই গণতন্ত্র দিবসে আমাদের শপথ হচ্ছে, আমরা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।
নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে ১০টি আসনও পাবে নাঃ মির্জা ফখরুল
- সুবর্ণ প্রভাত
- সেপ্টেম্বর ১৫, ২০২৩
- ৯:৫২ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সোনাইমুড়ী উপজেলা যুবদলের সভাপতি গ্রেফতার
•
নভেম্বর ২৯, ২০২৩
আয়কর বিবরণী জমার সময় বাড়লো দুই মাস
•
নভেম্বর ২৯, ২০২৩
ওবায়দুল কাদেরের পক্ষে মনোনয়নপত্র দাখিল
•
নভেম্বর ২৯, ২০২৩
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
