নির্বাচনী সহিংসতা- নোয়াখালীর হাতিয়ায় দেশীয় অস্ত্রসহ নয়জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী হাতিয়া উপজেলায় ৭ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী সোমবার (২০সেপ্টেন্বর)।  এ নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা ও কেন্দ্র দখলসহ সংহিসতায়  ব্যাবহার করতে ভাঢ়াটিয়া সন্ত্রাসীরা  অস্ত্রসহ বিভিন্ন প্রার্থীর পক্ষে জড়ো হয়েছে ও হচ্ছে।

এ অবস্থায়  বৃহস্পতিবার দিবাগত রাতে  পুলিশ ও কোষ্টগার্ড অভিযান চালিয়ে দেশীয় বন্দুক, গুলি ও ২৫টি বগি দাসহ  ৩ জন এবং  সহিংসতার অভিযোগে ৬ জনসহ মোট ৯ জনকে গ্রেফতার করেছে।

হাতিয়ার কোষ্টগার্ড সুত্রে জানাযায়, নিঝুমদ্বীপের ৭ নং ওয়ার্ডের  সফি উল্যার ছেলে হাসান উদ্দিনকে(২৫) একটি দেশীয় বন্দুক ও ২টি তাজা গুরিসহ গ্রেফতার করে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম  জানান, বৃহস্পতিবার দিবাগত   ১১টার দিকে  দিকে জাহাজমারা তদন্ত কেন্দ্রের এসআই মাসুদ আলম পাটোয়ারী রাত্রীকালীন ডিউটি করার সময় ওই ইউনিয়নের  ৫নং ওয়াাের্ডর   বিরবিরি  নামকস্থানের তালুকের মুদি দোকানের  এলাকায় পাকা রাস্তার থেকে ২৫টি বগি দাসহ ২ জনকে গ্রেফতার করে। তারা হলো  বিরবিরি  গ্রামের  জাবের হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন(৪৫) এবং চুয়াডাঙ্গা জেলার আলম ডাংগা থানার ভন্ডবিল গ্রামের মৃত মাহমুদুল হকের ছেলে নাহিদুল হককে(৪৫) । গ্রেফতারকৃকদের জিজ্ঞাসাবাদে জানাযায় তারা  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা সৃষ্টির লক্ষে এই বগি দা গুলো সংগ্রহ করেছে।

অন্য দিকে হতিয়া থানার ওসি আনোয়ার হেসেন জানান, বৃহস্পতিবার রাতে বুড়িরচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে  নির্বাচনী সংহিনতার অভিযোগে  ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  এই তিনিটি  ঘটনায়  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রসুতি চলছে বলে জানিয়েছেন সংশিষ্ট পুলিশ কর্মকর্তরা।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮