নির্বাচনের দিন নোয়াখালীর তিন থানার ওসির দায়িত্ব পরিবর্তন

সুবর্ণ প্রভাত নিউজ ডেস্কঃ
নির্বাচনের দিন নোয়াখালীর চরজব্বার, সুধারাম মডেল থানা ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পরিবর্তন করা হয়েছে।
আজ শনিবার (৬ জানুয়ারি) বিকেলে নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে এক অফিস আদেশে প্রদান করেন।
এ আদেশ থেকে জানাযায়,নোয়াখালী-৪(সদর –সুবর্ণচর) আসনের চরজব্বার থানার ওসি রফিকুল ইসলামকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে, তার স্থলে কবিরহাট থানার ওসি হুমায়ুন কবিরকে , একই আসনের সুধরাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনিকে জেলা পুলিশ কন্ট্রোল রুমে, তার স্থলে আদালতের পরিদর্শক মো. শাহ আলম এবং নোয়াখালী-২( সেনবাগ- সোনাইমুড়ী আংশিক) আসনের সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিনকে পুলিশ কন্ট্রোল রুমে এবং তার স্থলে জেলা পুলিশ লাইনের আরওআই আমির হোসেনকে সেনবাগ থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে আরও বলা হয়, কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ওই থানার নির্বাচনী আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে পালন করবেন এবং পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইসমাইল হোসেন সোনাইমুড়ীর নাটেশ্বর ইউনিয়নে আরওআই আমির হোসেনের স্থলে দায়িত্ব পালন করবেন।
এ আদেশ প্রসঙ্গে জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিন থানার ওসিকে নির্বাচনের দিনের জন্য দায়িত্ব পরিবর্তন করা হয়েছে। পরদিন থেকে তারা স্বপদে ফিরবেন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১