নির্বাচনে প্রভাব বিস্তার করায় চাটখিলে আওয়ামী লীগ নেত্রীসহ ৪ জনকে কারাদন্ড প্রদান

বিশেষ প্রতিনিধিঃউপজেলা পরিষদ নির্বাচনে ২ ধাপে অনুষ্ঠিত নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে মঙ্গলবার উপজেলা বদলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী পান্না আক্তারকে (৪৮)৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ ইয়াছিন। পান্না আক্তার বদল ইউনয়নের অনুষ্ঠিত বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। একই সময় মধ্য বদল কোট গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে জাহিদুল ইসলাম হৃদয়কে (২৫) ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। তাছাড়া এই ইউনয়নের বদলকোট দারুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একই অপরাধে বদল কোট গ্রামের আবুল কাশেমের ছেলের হমতউল্যা (৩৮) এবং একই গ্রামের এ কে এমনুরুলহুদার ছেলে মোঃ ইউসুফ আহম্মদকে (৪২) ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী রিটানিংঅফিসার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান ,নির্বাচনে অন্যায়ভাবে প্রভাব বিস্তার করায় দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় তাদেরকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমানআদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট দন্ডিত চার জনকে জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১