নির্মাণ শ্রমিক বেল্লালের সহায়তায় এগিয়ে আসুন

চাটখলি প্রতিনিধি : নোয়াখালী জেলার চাটখিল পৌরসভার সুন্দরপুর মিজিবাড়ির রুহুল আমিনের ছেলে নির্মাণ শ্রমিক (রাজমিস্ত্রী) মো. বেল্লাল হোসেন (৩২) কাজ করতে গিয়ে মাথায় ইট পড়ে আঘাতপ্রাপ্ত হন। এরপর থেকে তিনি তার দুটি চোখেই ঝাপসা দেখেন।

পরে তিনি ঢাকায় ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন এবং ডাক্তারদের পরামর্শে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। বর্তমানে প্রতি মাসে তাকে ৭ হাজার ২শ’ টাকা মূল্যের একেকটি ইনজেকশন দিতে হয়। যা তার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে।

এছাড়া ডাক্তাররা জানিয়েছেন, তাকে সম্পূর্ণ সুস্থ হতে হলে দেড় লাখ টাকা লাগবে। বর্তমানে কর্মহীন দরিদ্র-অসচ্ছল বেল্লালের পক্ষে এতো টাকার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না। তাই তিনি সমাজের বিত্তবানদের সহযোহিতা চেয়েছেন।

বেল্লাল জানান, এ মুহূর্তে চিকিৎসা না করতে পারলে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যাবেন। ফলে তার দুই সন্তানসহ পরিবার-পরিজন নিয়ে না খেয়ে মরতে হবে।

তাকে সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ নাম্বার- ০১৮৩৯২৫৩২১৮।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১