নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এরপর ইলিশ গুলো ইয়াতিমখানায় বিতরণ করা হয়। আজ রোববার সকালে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার ইলিশগুলো জব্দ করেন।
জানা যায়,মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাছ বাজার পরিদর্শন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে দুইটি এতিমখানায় ইলিশগুলো বিতরন করা হয়। অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
বেগমগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার আজ প্রথম দিন। আজ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
নিষেধাজ্ঞা অমান্য করে বেগমগঞ্জে ইলিশ মাছ বিক্রি, ৪৫ কেজি ইলিশ জব্দ
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ১৩, ২০২৪
- ৩:০৫ অপরাহ্ণ

শেয়ার করুনঃ
সেনবাগে যুবলীগ নেতা এডভোকেট দিদার গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
চাটখিলে দুই মাদক বিক্রেতা গাঁজাসহ গ্রেফতার
•
ফেব্রুয়ারি ১০, ২০২৫
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত
