নিষেধাজ্ঞা অমান্য করে বেগমগঞ্জে ইলিশ মাছ বিক্রি, ৪৫ কেজি ইলিশ জব্দ

নিজস্ব প্রতিনিধিঃনোয়াখালীর বেগমগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ বিক্রি করার ৪৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এরপর ইলিশ গুলো ইয়াতিমখানায় বিতরণ করা হয়। আজ রোববার সকালে চৌমুহনীর গোলাবাড়িয়া মাছ বাজারে এ অভিযান পরিচালনা করে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার ইলিশগুলো জব্দ করেন।
জানা যায়,মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪ এর প্রথম দিনে বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন মাছ বাজার পরিদর্শন করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে বিক্রি করতে আনা প্রায় ৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে দুইটি এতিমখানায় ইলিশগুলো বিতরন করা হয়। অভিযানকালে অন্যান্য ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক করা হয়।
বেগমগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞার আজ প্রথম দিন। আজ ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮