ঢাকা প্রতিনিধিঃ
আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য, এফবিসিসিআই স্টান্ডিং কমিটির চেয়ারম্যান এবং গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু নোয়াখালী জার্নালিস্ট ফোরাম- এনওজএফ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন।
রাজধানীর তোপখানা রোডের এনজেএফ কার্যালয়ে আজ শনিবার দুপুরে এ মতবিনিময় সভা হয়। এতে সভাপতিত্ব করেন এনজেএফ সভাপতি শামছুদ্দীন আহমেদ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ গ্রহণ ও জাতিসংঘের ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দেয়া উপলক্ষে এনজেএফের পক্ষ থেকে জিটুকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিকে ফুল দিয়ে বরণ করেন এনজেএফ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
সংগঠনের পক্ষ থেকে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান এবং উত্তরীয় পরিয়ে দেন এনজেএফ সভাপতি শামছুদ্দীন আহমেদ।
এ সময় জিটু বলেন, দেশ ও সমাজের কল্যানে নোয়াখালীর সাংবাদিকরা স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে যে ভূমিকা রেখে আসছেন তার ধারাবাহিকতা আজও বজায় রয়েছে। বতর্মান সময়ে তারা জাতীয় পর্যায়ে অগ্রণী ভূমিকা পালন করছেন। নোয়াখালীর সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের কল্যাণে তিনি সবসময় পাশে আছেন বলে জানান তিনি।
এনজেএফ সভাপতি শামছুদ্দিন আহমেদ বলেন, ঢাকায় নোয়াখালীর সাংবাদিকদের সংগঠন এনজেএফ উন্নয়নমূলক নানামুখী কার্যক্রম চালিয়ে আসছে। সেবা বাড়াতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,এনজেএফ সহ-সভাপতি ফিরোজ আলম মিলন, অর্থসম্পাদক একরামুল হক সায়েম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মানিক মিয়াজী, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ, মো. রাজিব উদ দৌলা চোধুরী, দেলোয়ার হোসেন মঈন ও সওবিয়া আয়াত। – প্রেস বিজ্ঞপ্তি
নোয়াখালী জার্নালিস্ট ফোরামের সঙ্গে আওয়ামী লীগ নেতা জিটুর মতবিনিময়
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ২২, ২০২২
- ১০:৫১ অপরাহ্ণ
শেয়ার করুনঃ
হাতিয়ায় আগুনে পুড়ল ১৪ দোকান
•
জানুয়ারি ২৩, ২০২৫
সেনবাগে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
•
জানুয়ারি ২২, ২০২৫
লক্ষ্মীপুরে দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন
•
জানুয়ারি ২২, ২০২৫