নোবিপ্রবিতে কর্মকর্তাদের অংশগ্রহণে মানসিক স্বাস্থ্য বিষয়ক কর্মশালা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কর্মকর্তাদের অংশগ্রহণে ‘এমপাওয়ার্ড মাইন্ড থ্রু ইমোশনাল ইন্টেলিজেন্স’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘আমরা সবাই যদি আন্তরিকভাবে কাজ করি তাহলে নোবিপ্রবিতে সেবার মান বাড়বে। নোবিপ্রবির উন্নয়ন মানে নোয়াখালীর উন্নয়ন। আমরা নোবিপ্রবি তথা নোয়াখালীর উন্নয়নে বিশ্বাসী। পাশাপাশি আমাদের শিক্ষার্থীরা যেন কাঙ্ক্ষিত সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক স্বাস্থেরও যত্ন নিতে হবে। আমরা যদি ইমোশনকে নিয়ন্ত্রণ করি তাহলে কর্মক্ষেত্র প্রাণবন্ত হবে। নিজের ওপর অর্পিত দায়িত্ব সুচারুভাবে পালনের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য ভালো রাখতেই আজকের এ প্রশিক্ষণ কর্মশালা। আমি আশাকরি কর্মকর্তাবৃন্দ এ ধরণের প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের মানসিক স্বাস্থ্য কিভাবে ভালো রাখতে হবে তা শিখতে পারবে’।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। কর্মশালায় কী-নোট স্পীকার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান জোবেদা খাতুন। কর্মশালার আয়োজনে ছিলেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলাম। আলোচক হিসেবে ছিলেন নোবিপ্রবি মেডিকেল সেন্টারের সাইকোলজিস্ট মোঃ আবু তারেক। কর্মশালায় নোবিপ্রবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের সহকারী পরিচালক (তথ্য ও জনসংযোগ) ইফতেখার হোসাইন।

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
    ১০১১১২১৩১৪
    ১৫১৬১৭১৮১৯২০২১
    ২২২৩২৪২৫২৬২৭২৮
    ২৯৩০৩১