বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ বন্যা আক্রান্ত স্থানীয় কৃষকদের মাঝে ধান ও সবজির চারা বিতরণ করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল। বৃহস্পতিবার (৩ অক্টোবর ২০২৪) বিশ্ববিদ্যালয়ের ভিআইপি গেস্ট হাউজের সামনে নোবিপ্রবি কৃষি বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় নোবিপ্রবি কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ও ড. মো. আতিকুর রহমান ভূঞা, বিভাগের অধ্যাপক ড. গাজী মো. মহসিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, নোবিপ্রবি কৃষি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ধান ও সবজির চারা বিশ্ববিদ্যালয়ের কৃষি গবেষণার সংরক্ষিত জমিতে উৎপাদন করে। উদ্বোধনের পর শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১২০ জন কৃষকের মাঝে ধান ও প্রায় আট হাজার সবজির চারা বিতরণ কার্যক্রম চলে।
নোবিপ্রবিতে কৃষকদের মাঝে ধানের ও সবজির চারা বিতরণ
- সুবর্ণ প্রভাত
- অক্টোবর ৪, ২০২৪
- ১১:১৪ পূর্বাহ্ণ
শেয়ার করুনঃ
- সর্বশেষ
- সর্বাধিক পঠিত