নোবিপ্রবিতে বিএনসিসি ও স্কাউটদের শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিএনসিসি ও স্কাউটদের জন্য নবনির্মিত শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবন এবং বিএনসিসি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম।

আজ বুধবার এ অনুষ্ঠানের প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. মো: দিদার-উল-আলম বলেন, ‘বিএনসিসি ও রোভার স্কাউট যে কোন বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ সংগঠন। এক্সট্রা কারিকুলাম এক্টিভিটির অংশ হিসেবে একটি বিশ্ববিদ্যালয়ে বিএনসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন এ ভবনটি বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাডেট সার্জেন্ট রুমীর নামে হওয়াতে তাঁকে সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছি।, বিএনসিসিতে যারা অংশগ্রহণ করেন তারা সর্বদা কর্মঠ এবং শৃঙ্খলাবদ্ধ থাকে যা তাদের ছাত্র জীবনের জন্য খুবই সহায়ক। তিনি বলেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও তারা মানুষকে সাহায্যের জন্য এগিয়ে আসে, যা খুবই প্রশংসনীয়। দেশের উন্নয়নের পাশাপাশি এ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রক্রিয়া চলমান থাকবে।

বিএনসিসির (পিইউও) এ কিউ এম সালাউদ্দীন পাঠানের সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নোবিপ্রবি প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেন, আইআইএস এর পরিচালক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, ভাষা শহিদ আব্দুস সালাম হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোঃ মজনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জসীম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন, পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক, বীর মুক্তিযোদ্ধা জনাব এ এইচ এম নিজাম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট ,শিক্ষক সমিতি নেতা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব বিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের শাখা কর্মকর্তা রাহয়ান কায়সার হাশেম।

 

 

 

 

 

শেয়ার করুনঃ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০৩১