নোবিপ্রবির স্নাতক (সম্মান) শ্রেণির সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধ : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির (এঝঞ) গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ শনিবার বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।


সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। সভায় নোবিপ্রবির ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের বিষয়ে সার্বিক আলোচনা হয়।

এ সময় ভিসি অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবির প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সেলিম হোসেন, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. মো. আনিসুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মাজনুর রহমান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ জসীম উদ্দিন, পরীক্ষা পরিচালনা কমিটি ও বিভিন্ন উপ-কমিটির সদস্যবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন এবং অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেজবা উদ্দীন পলাশ।

এ সময় আরো উপস্থিত ছিলেন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউট ও দপ্তরসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, কর্মকর্তা সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, আগামীকাল ১৭ অক্টোবর রবিবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির বিজ্ঞান বিভাগের ‘এ’ ইউনিটের, ২৪ অক্টোবর মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ও ১ নভেম্বর বাণিজ্য বিভাগের ‘সি’ ইউনিটের গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের শাখা কর্মকর্তা রায়হান কায়সার হাশেম।

শেয়ার করুনঃ

179 thoughts on “নোবিপ্রবির স্নাতক (সম্মান) শ্রেণির সমন্বিত ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

  • আর্কাইভ ক্যালেন্ডার

    রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
     
    ১০১১১২১৩১৪১৫
    ১৬১৭১৮১৯২০২১২২
    ২৩২৪২৫২৬২৭২৮২৯
    ৩০৩১